জবির শীতকালীন ছুটি শুরু

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন নিয়ে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ১৬ ডিসেম্বর জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ থাকবে। উলেস্নখ্য, ছুটি শেষে সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর ২৯ ডিসেম্বর-২০১৯ থেকে যথারীতি শুরু হবে।