ঢাবিতে গণিত অলিম্পিয়াড

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এএফ মুজিবুর রহমান গণিত ভবনে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বেলুন ও পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অমল কৃষ্ণ হালদার। এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুনিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস তন্দ্রা চাকমা। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ ১০ জন বিজয়ীরা হলেন- মো. সাব্বির রহমান, বুয়েট; পার্থো সূত্র ধর, ঢাবি; মো. মাজেদুল ইসলাম, বেরোবি; মেহেদী হাসান, ঢাবি; রাশেদুল ইসলাম, ঢাবি; সুজন মিয়া, হাবিপ্রবি; রুবেল হুসাইন, চবি; শোভা ইসলাম, ঢাবি; সোহাইমা, ঢাবি; ছানওয়ার আহম্মেদ, বুয়েট।