জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
নিঃশ্বাসের বায়ুতে শতকরা কাবর্ন ডাই-অক্সাইড থাকেÑ বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় - ৫ ১২। প্রতিবতর্ চক্রের কয়টি অংশ থাকে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পঁাচটি সঠিক উত্তর : খ. তিনটি ১৩। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কাবর্ন ডাই-অক্সাইড থাকে? ক. দুই ভাগ খ. চার ভাগ গ. ছয় ভাগ ঘ. আট ভাগ সঠিক উত্তর : খ. চার ভাগ ১৪। নাইট্রোজেনঘটিত বজর্্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভ‚মিকা রাখে? ক. বৃক্ক খ. ত্বক গ. নাক ঘ. পায়ু সঠিক উত্তর : ক. বৃক্ক ১৫। কোনটি হরমোন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? ক. অক্সিন খ. জিবরেলিন গ. সাইটোকাইনিন ঘ. অ্যাবসিসিক অ্যাসিড সঠিক উত্তর : ঘ. অ্যাবসিসিক অ্যাসিড নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৬ ও ১৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। অপার্র কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছটি দ্রæত বাড়ায় এর ডগাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। অপার্ হাত দিয়ে এগুলো কক্ষের ভেতরের দিকে এনে দিলেও এগুলো জানালার দিকে ধাবিত হয়। ১৬। অপার্র গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়? ক. বাতাস খ. জলীয় বাষ্প গ. আলো ঘ. তাপ সঠিক উত্তর : গ. আলো ১৭। অপার্র মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করেÑ র. অ্যাবসিসিক অ্যাসিড রর. সাইটোকাইনিন ররর. জিবরেলিন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ১৮। রেচন অঙ্গ হলোÑ র. ফুসফুস রর. বৃক্ক ররর. চমর্ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৯। মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? ক. সেরিব্রাম খ. পনস গ. থ্যালামাস ঘ. হাইপোথ্যালামাস সঠিক উত্তর : ক. সেরিব্রাম ২০. মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? ক. সেরিব্রাম খ. সেরিবেলাম গ. পনস ঘ. মেডুলা সঠিক উত্তর : ঘ. মেডুলা ২১। ডেনড্রন-সৃষ্ট শাখাগুলোকে কী বলে? ক. কোষদেহ খ. অ্যাক্সন গ. সিন্যাপস ঘ. ডেনড্রাইট সঠিক উত্তর : ঘ. ডেনড্রাইট ২২। তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? ক. সেরিব্রাম খ. থ্যালামাস গ. পনস ঘ. সেরিবেলাম সঠিক উত্তর : খ. থ্যালামাস