নোবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৪ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের সবর্বৃহৎ ৪০ হাজার ৩৩৫ বগির্মটার আয়তনের অ্যাকাডেমিক কাম কেন্দ্রীয় গবেষণাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচাযর্ প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভ‚ঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরের পরিচালক এ এইচএম নিজাম উদ্দিন চৌধুরীসহ ওই দপ্তরের প্রকৌশলী ও কমর্কতার্, কমর্চারীবৃন্দ।