জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়? বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় - ৫ ২৩। কোন অংশটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সঙ্গে সংযোজিত করে? ক. থ্যালামাস খ. সেরিবেলাম গ. মেডুলা ঘ. পনস সঠিক উত্তর : গ. মেডুলা ২৪। কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়? ক. ত্বক খ. বৃক্ক গ. যকৃৎ ঘ. ফুসফুস সঠিক উত্তর : খ. বৃক্ক ২৫। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? ক. দুই খ. তিন গ. চার ঘ. পঁাচ সঠিক উত্তর : খ. তিন ২৬। নিউরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত? ক. পঁাচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি সঠিক উত্তর : ঘ. দুটি ২৭. গুরুমস্তিষ্ক ও পনসের মাঝখানে অবস্থান করেÑ র. সেরিব্রাম রর. মধ্যমস্তিষ্ক ররর. লঘুমস্তিষ্ক নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ও রর ঘ. র ও ররর সঠিক উত্তর : ক. রর অধ্যায়-৬ ১। কে প্রথম পরমাণুর নামকরণ করেন? ক. জন ডাল্টন খ. বাজেির্লয়াস গ. ডেমোক্রিটাস ঘ. রাদারফোডর্ সঠিক উত্তর : গ. ডেমোক্রিটাস ২। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে? ক. জন ডাল্টন খ. অ্যারিস্টটল গ. চ্যাডউইক ঘ. বোর সঠিক উত্তর : ক. জন ডাল্টন ৩। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সবোর্চ্চ কয়টি ইলেকট্রন থাকে? ক. ২ খ. ৮ গ. ১৮ ঘ. ৩২ সঠিক উত্তর : খ. ৮ ৪। রাদারফোডের্র পরমাণু পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেয়া যায়Ñ র. পরমাণু অবিভাজ্য রর. পরমাণুকে ভাঙা যায় ররর. পরমাণুর বেশির ভাগ অংশই ফঁাকা নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ও রর ঘ. র ও ররর সঠিক উত্তর : খ. ররর নিচের অংশটুকু পড় এবং ৫ ও ৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে। ৫। পরমাণুটির ভরসংখ্যা কত? ক. ১০ খ. ১৬ গ. ১৮ ঘ. ২৬ সঠিক উত্তর : গ. ১৮