জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
কত তারিখ ব্রিটিশ পালাের্মন্টে ভারত শাসন আইন পাস হয়? বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ২৭। ভারতে আসার নৌ-পথ আবিষ্কার করেনÑ (ক) বখতিয়ার খলজি (খ) লডর্ কনর্ওয়ালিশ (গ) শেরশাহ (ঘ) ভাস্কো-দা-গামা সঠিক উত্তর : (ঘ) ভাস্কো-দা-গামা ২৮। পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন? (ক) দুইশ বছর (খ) তিনশ বছর (গ) চারশ বছর (ঘ) পঁাচশ বছর সঠিক উত্তর : (গ) চারশ বছর ২৯। বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে কী বলা হয়? (ক) ঔপনিবেশিক শাসন (খ) ব্রিটিশ শাসন (গ) মোঘল শাসন (ঘ) মুসলিম শাসন সঠিক উত্তর : (ক) ঔপনিবেশিক শাসন ৩০। কোন তারিখে ব্রিটিশ পালাের্মন্টে ভারত শাসন আইন পাস হয়? (ক) ২ আগস্ট ১৯৫৮ (খ) ২ সেপ্টেম্বর ১৯৫৮ (গ) ১২ মাচর্ ১৯৬৮ (ঘ) ২২ আগস্ট ১৯৭৮ সঠিক উত্তর : (ক) ২ আগস্ট ১৯৫৮ ৩১। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো Ñ (র) দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসনপ্রতিষ্ঠা করতে চায় না (রর) মূল উদ্দেশ্য নিজ দেশে সম্পদ পাচার (ররর) চিরস্থায়ীভাবে শাসনপ্রতিষ্ঠা করতে চায় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর নিচের অনুচ্ছেদটি পড় ৩২ এবং ৩৩নং প্রশ্নের উত্তর দাও : ব্রিটিশরা এক সময় ভারত উপমহাদেশ দখল করে নেয়। চিরস্থায়ীভাবে শাসন করা ব্রিটিশদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদ নিজেদের দেশে পাচার করা। ৩২। ভারত উপমহাদেশে কীরূপ শাসনের প্রতিফলন হয়েছিল? (ক) গণতান্ত্রিক (খ) রাজতান্ত্রিক (গ) ঔপনিবেশিক (ঘ) স্বৈরতান্ত্রিক সঠিক উত্তর : (গ) ঔপনিবেশিক