প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
পানি ভ‚পৃষ্ঠে ফিরে আসেÑ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : তিন প্রশ্ন : ৬. শারমিন চিপস, চকলেট ও কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। শারমিন কী খেতে চায় না? উত্তর : পানি প্রশ্ন : ৭. তুতুল তার গোলাপ গাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে? উত্তর : মাটি প্রশ্ন : ৮. গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয়ে গিয়ে দেখল বাগানের চারা গাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারা গাছ রোপণ করে তার করণীয় কী? উত্তর : নিয়মিত সার প্রয়োগ করবে প্রশ্ন : ৯. সাবা চায়ের পানিতে তাপ দেয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে? উত্তর : বাষ্পীভবন প্রশ্ন : ১০. সাবার ঠাÐা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ঘনীভবন প্রশ্ন : ১১. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুল গাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এ পানিকে কী বলে? উত্তর : শিশির প্রশ্ন : ১২. পানি ম বাষ্প ম মেঘ ম বৃষ্টি এটি কীসের চিত্র? উত্তর : পানিচক্র প্রবাহের চিত্র প্রশ্ন : ১৩. পানি ভ‚পৃষ্ঠে কীভাবে ফিরে আসে? উত্তর : বৃষ্টি হিসেবে প্রশ্ন : ১৪. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এর পরও তাপ দিলে তা কিসে পরিণত হয়? উত্তর: জলীয় বাষ্পে প্রশ্ন : ১৫. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাÐা হয়ে কিসে পরিণত হয়? উত্তর : স্বচ্ছ পানিতে প্রশ্ন : ১৬. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গøাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গøাসের বাইরের গায়ে পানির কণা গøাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কী? উত্তর : জলীয় বাষ্প প্রশ্ন : ১৭. তুষা একটি কাচের গøাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে? উত্তর : গøাসটি ঠাÐা হবে প্রশ্ন : ১৮. কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কী? উত্তর : মেঘের পানির কণা খুব ঠাÐা হয়ে যাওয়া প্রশ্ন : ১৯. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী? উত্তর : ক্ষুদ্র পানিকণা প্রশ্ন : ২০. জলীয় বাষ্প বায়ুমÐলের ওপরের দিকে উঠে ঠাÐা হয়ে যায়। তারপরে এটি কিসে পরিণত হয়? উত্তর : ক্ষুদ্র পানিকণা প্রশ্ন : ২১. নদ-নদী, খাল-বিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি? উত্তর : সূযর্তাপ