৭ম শ্রেণির পড়ালেখা

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
ধ্বনির মূল উৎসÑ বহুনিবার্চনি প্রশ্নোত্তর ধ্বনি ও বণর্ ৭। ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী? ক. জিহŸামূল খ. অগ্রতালু গ. পশ্চাৎ দন্ত্যমূল ঘ. ওষ্ঠ্য সঠিক উত্তর: ক. জিহŸামূল ৮। ‘প’-এর উচ্চারণস্থান কোনটি? ক. অগ্র দন্ত্যমূল খ. জিহŸামূল গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ সঠিক উত্তর: ঘ. ওষ্ঠ ৯। ‘ঙ’-এর উচ্চারণস্থান কোনটি? ক. তালু খ. ওষ্ঠ গ. মূধার্ ঘ. কণ্ঠ্য সঠিক উত্তর: ঘ. কণ্ঠ্য ১০। ক খ গ ঘ ঙ বণর্গুলোর উচ্চারণস্থান হলো- ক. অগ্রতালু খ. পশ্চাৎ দন্ত্যমূল গ. জিহŸামূল ঘ. অগ্র দন্ত্যমূল সঠিক উত্তর: গ. জিহŸামূল ১১। কোনগুলো স্পশর্ ধ্বনি? ক. অ থেকে ঔ খ. চ থেকে শ গ. ক থেকে ম ঘ. ট থেকে য় সঠিক উত্তর: গ. ক থেকে ম ১২। ধ্বনির মূল উৎস কী? ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী গ. ঠেঁাট ঘ. জিহŸা সঠিক উত্তর: ক. ফুসফুস ১৩। ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়? ক. বাক্য খ. শব্দ গ. বণর্ ঘ. ধ্বনি সঠিক উত্তর: ঘ. ধ্বনি ১৪। ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে? ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র গ. বণর্ ঘ. গলনালি সঠিক উত্তর: খ. বাগ্যন্ত