চুয়েটে জাতীয় শোক দিবস

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৫ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়েট পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। এর আগে শোক দিবসের প্রথম প্রহরে চুয়েট স্বাধীনতা চত্ব¡র সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপের্ণর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। চুয়েটের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. রণজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রহমান ভ‚ঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. কৌশিক দেব, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানদের পক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী দেলোয়ার হোসেন, প্রভোস্টগণের পক্ষে শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন, কমর্কতার্ সমিতির সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবতীর্, কমর্চারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবিক বিভাগের লেকচারার নাহিদা সুলতানা।