জাবিতে আলোচনা ও স্থিরচিত্র

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় শোক দিবস উপলক্ষে জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু: স্মৃতিতে অবিনশ্বর’ শীষর্ক আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। উপাচাযর্ অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ছাত্র-শিক্ষক কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ, গবেষক, লেখক ও কলামিস্ট মোনায়েম সরকার, প্রো-উপাচাযর্ অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের কণর্ধার অ্যাডভোকেট আফিয়া বেগম। আলোচনা সভা শুরুর আগে উপাচাযর্ বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর স্থিরচিত্র প্রদশর্নী উদ্বোধন করেন।