ইবির ভতির্ পরীক্ষায় পরিবতর্ন

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ ভতির্ পরীক্ষায় বেশকিছু পরিবতর্ন আনা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে লিখিত ও এমসিকিউর সমন্বয়ে ভতির্ পরীক্ষা। ৩ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভতির্ পরীক্ষা। ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে ভতির্ পরীক্ষার আবেদন করতে হবে। এবছর ভতির্ পরীক্ষায় ৮টি ইউনিটের পরিবতের্ ৪টি ইউনিটে ভতির্ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী ‘এ’ ইউনিটের অধীনে ধমর্তত্ত¡ অনুষদের ৩টি বিভাগ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ অন্তভুর্ক্ত করা হয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরীয়াহ অনুষদের দুটি (আইন বিভাগ এবং আইন ও ভ‚মি ব্যবস্থাপনা বিভাগ)সহ মোট ১২টি বিভাগ অন্তভুর্ক্ত করা হয়েছে। ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগ এবং ‘ডি’ ইউনিটের অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ অন্তভুর্ক্ত করা হয়েছে। ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরে। এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ, ২০ নম্বর লিখিত ও ৪০ নম্বর একাডেমিক (এসএসসি ও এইচএসসি বা সমমান) ফলাফলের ভিত্তিতে নিধার্রণ করা হবে। বাড়ানো হয়েছে ভ?তির্ পরীক্ষার আ?বেদন ফর?মের দাম। এবছর ভতির্ পরীক্ষায় প্র?তিটি ফরমের জন্য ইউ?নিট ফি ২০০ টাকা ও প্র?তি?টি ইউনিটে প্রত্যেক বিভা?গের জন্য ১০০ টাকা ক?রে নিধার্রণ করা হ?য়ে?ছে। এসব সিদ্ধান্ত চ‚ড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভতির্ পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।