এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের 'অপরিচিতা'
গদ্যাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো
অপরিচিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক) ডাক্তারি
খ) ওকালতি
গ) মাস্টারি
ঘ) ব্যবসা
সঠিক উত্তর : খ) ওকালতি
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয় কেন?
ক) প্রতিপত্তির জন্য
খ) প্রভাবের জন্য
গ) মতামতের জন্য
ঘ) কূটবুদ্ধির জন্য
সঠিক উত্তর : গ) মতামতের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি।
৩. দীপুর চাচির সঙ্গে ' অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক) হরিশের
খ) মামার
গ) শিক্ষকের
ঘ) বিনুর
সঠিক উত্তর : খ) মামার
৪. উক্ত চরিত্র প্রাধান্য পেয়েছে-
র. দৌরাত্ম্য
রর. হীনম্ম্যতা
ররর. পরশ্রীকাতরতা
ক) র খ) রর
গ) র ও রর ঘ) রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও রর
৫. অনুপমের বয়স কত বছর?
ক) পঁচিশ
খ) ছাব্বিশ
গ) সাতাশ
ঘ) আটাশ
সঠিক উত্তর : গ) সাতাশ
৬. কিসের বিশেষ মূল্য আছে?
ক) জ্ঞানের
খ) জীবনের
গ) প্রেমের
ঘ) চরিত্রের
সঠিক উত্তর : খ) জীবনের
৭. ছোটকে যাহারা সামান্য বলে ভুল করে না, তারা কিসের রস বুঝিবেন?
ক) গল্পের
খ) ইতিহাসের
গ) ছন্দের
ঘ) প্রেমের
সঠিক উত্তর : খ) ইতিহাসের
৮. কে কলেজের সবগুলো পরীক্ষায় পাস করেছে?
ক) অপু
খ) অমিত রায়
গ) ফটিক
ঘ) অনুপম
সঠিক উত্তর : ঘ) অনুপম
৯. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রূপ করতেন?
ক) দিদি
খ) বন্ধু
গ) পন্ডিত মশাই
ঘ) মামা
সঠিক উত্তর : গ) পন্ডিত মশাই
১০. অনুপমের সুন্দর চেহারা নিয়ে পন্ডিত মশাই বিদ্রূপ করলে কার কেমন লাগত?
ক) ঘৃণা
খ) লজ্জা
গ) রাগ
ঘ) আনন্দ
সঠিক উত্তর : খ) লজ্জা
১১. লেখক কেন ইতিহাসটুকুকে ছোট করে লিখবেন?
ক) সংশয় নেই বলে
খ) পড়তে সুবিধা বলে
গ) প্রকাশকের ইচ্ছায়
ঘ) ইতিহাসের আকার ছোট বলে
সঠিক উত্তর : ঘ) ইতিহাসের আকার ছোট বলে
১২. অনুপমকে পন্ডিত মশাইয়ের মাকাল ও শিমুল ফুলের সাথে তুলনা করার কারণ কি?
ক) মেধার তীক্ষ্নতা
খ) অবয়বগত সৌন্দর্য
গ) আর্থিক দীনতা
ঘ) বন্ধু মহলে কর্তৃত্ব
সঠিক উত্তর : খ) অবয়বগত সৌন্দর্য
১৩. অনুপমের মামা ধনীর কন্যা পছন্দ করতেন না কেন?
ক) আহ্লাদী হয় বলে
খ) মাথা উঁচু করে চলবে বলে
গ) অহংকারী বলে
ঘ) রাগী বলে
সঠিক উত্তর : খ) মাথা উঁচু করে চলবে বলে
১৪. হরিশ কেন আসর জমাইতে অদ্বিতীয়?
ক) অদ্ভুত চেহারার জন্য
খ) বেঁটে বলে
গ) রসিক বলে
ঘ) চতুর বলে
সঠিক উত্তর : গ) রসিক বলে
১৫. শম্ভুনাথ কেন পশ্চিমে গিয়ে বাস করিতেছিলেন?
ক) উন্নত জীবনের আশায়
খ) মেয়ের পড়াশোনার জন্য
গ) বংশমর্যাদা রক্ষায়
ঘ) চাকরির জন্য
সঠিক উত্তর : গ) বংশমর্যাদা রক্ষায়
১৬. পিতামহীদের আমলে গহনার বৈশিষ্ট্য হলো-
ক) কাজ সূক্ষ্ণ
খ) পাকা রং
গ) কাজ সূক্ষ্ণ নয়
ঘ) সোনা পাতলা
সঠিক উত্তর : গ) কাজ সূক্ষ্ণ নয়