বাকৃবিতে ফেলোশিপ বিষয়ক সেমিনার

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান সোসাইটি ফর দ্যা প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিজেএসপিএসএএ) এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)। \হসেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেএসপিএসের গবেষণা এবং প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। তিনি বলেন, জেএসপিএস হচ্ছে একটি কোর ফান্ডিং এজেন্সি। ১৯৩২ সাল থেকে এ এজেন্সি গবেষণার জন্য ফান্ডিং করছে। বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্বে তাদের মোট ২০টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে। তারা তিন ক্যাটাগরিতে ফেলোশিপ প্রোগ্রাম পরিচালনা করে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রতি বছর তারা হোপ মিটিংয়ের ব্যবস্থা করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য এবং জেএসপিএসের সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার। এ ছাড়াও জেএসপিএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তুহিন শুভ্র রায়সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।