৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
গেরিলা দল
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ৪। উদ্দীপকে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কীসের অনুপ্রেরণা জুগিয়েছে- (ক) ভাষা আন্দোলনের (খ) স্বাধীনতা আন্দোলনের (গ) ছয় দফা আন্দোলনের (ঘ) অসহযোগ আন্দোলনে সঠিক উত্তর : (খ) স্বাধীনতা আন্দোলনের ৫। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ফলে- (র) আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়ে (রর) সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় (ররর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে - (ক) ২৬ মার্চ (খ) ১৬ ডিসেম্বর (গ) ১৭ এপ্রিল (ঘ) ২৫ মার্চ সঠিক উত্তর : (ক) ২৬ মার্চ ৭। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়- (র ) নিয়মিত মিছিল মিটিং (রর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন (ররর) বঙ্গবন্ধুর নেতৃত্ব নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (ঘ) রর ও ররর ৮। জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? (ক) মার্কিন কনসার্ট (খ) বাংলাদেশ কনসার্ট (গ) স্বাধীন বাংলা কনসার্ট (ঘ) স্বাধীনতা কনসার্ট সঠিক উত্তর : (খ) বাংলাদেশ কনসার্ট ৯। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন? (ক) কর্নেল এমএজি ওসমানী (খ) মেজর জিয়াউর রহমান (গ) মেজর খালেদ মোশাররফ (ঘ) গ্রম্নপ ক্যাপ্টেন এ কে খন্দকার সঠিক উত্তর : (ক) কর্নেল এমএজি ওসমানী ১০। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল- (র) ছাত্রসমাজ (রর) শিক্ষক শ্রেণি (ররর) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১১। 'ক্র্যাক পস্নাটুন' হলো? (ক) গেরিলা দল (খ) বিশেষ বাহিনী (গ) নৌ কমান্ডো ঘ) বিমান কমান্ডো সঠিক উত্তর : (ক) গেরিলা দল ১২। স্বাধীনতা যুদ্ধে ১১টি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ৬ নম্বর সেক্টরটি ছিল- (র) রংপুর জেলা (রর) দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল (ররর) দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও ররর \হ ১৩। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় দেয়া হয়- (র) পাকিস্তানি প্রশাসনিক কর্মকর্তাদের (রর) বিদেশি নাগরিকদের (ররর) ঢাকাস্থ কূটনীতিকদের নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ১৪। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল? (ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে সঠিক উত্তর : (ক) ২ ভাগে ১৫। স্বাধীন বাংলা বিপস্নবী বেতার কেন্দ্রর পূর্ব নাম - (ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র (খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র (গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র সঠিক উত্তর : (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র ১৬। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করার কারণ- (র) অস্ত্র সংগ্রহ (রর) যুদ্ধের পক্ষে জনমত গঠন (ররর) বিদেশিদের সমর্থন আদায় নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ১৭। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়? (ক) ৪ থেকে ৫ হাজার (খ) ৫ থেকে ৬ হাজার (গ) ৬ থেকে ৭ হাজার (ঘ) ৭ থেকে ৮ হাজার সঠিক উত্তর : (ঘ) ৭ থেকে ৮ হাজার