ইবিতে জুরিস্টিক ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুরিস্টিক ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারি আইন বিভাগের উদ্যোগে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। পরে বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দিনব্যাপী ক্যাম্পাস পার্শ্ববর্তী পূর্ব আব্দালপুর ও শান্তিডাঙা গ্রামের সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানের প্রতিশ্রম্নতি অনুযায়ী ফ্রি আইনি পরামর্শ প্রদান করেন। ইবি জুরিস্টিক ক্লিনিক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও বর্তমান পরিচালক প্রফেসর ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে আইন অনুষদের ডিন হালিমা খাতুন, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল, বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. কাজী মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদারসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।