চুয়েটে আলোচনা সভা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম। স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. জামাল উদ্দিন আহম্মদ ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। মানবিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানরা, পক্ষে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী দেলোয়ার হোসেন, হল প্রভোস্টগণের পক্ষে শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান, শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন।