পবশেফমুবিপ্রবিতে কর্মশালা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) কার্যক্রম নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে দুদিনব্যাপী এ কর্মশালা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। 'মানসম্পন্ন উচ্চশিক্ষা: ধারণা, প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জসমূহ' শীর্ষক এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জাহানুর রহমান। কর্মশালায় বশেফমুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।