জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় - ৬ নিচের ছকটি লক্ষ্য কর এবং ১৭ ও ১৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। মৌল পারমাণবিকসংখ্যা ভরসংখ্যা চ ৯ ১৯ ছ ১১ ২৩ জ ১৭ ৩৫ ১৭। জ মৌলটির নিউট্রন ও প্রোটন সংখ্যা যথাক্রমেÑ ক. ১৭ ও ১৮ খ. ১৮ ও ১৭ গ. ১৬ ও ১৯ ঘ. ১৯ ও ১৬ সঠিক উত্তর : খ. ১৮ ও ১৭ ১৮। ছ মৌলটি ধনাত্মক আয়ন প্রদান করে। কারণÑ র. মৌলটি পানির সঙ্গে বিক্রিয়া করে না রর. মৌলটি খুব সহজেই জারিত হয় ররর. মৌলটির পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ১৯। স্থায়ী মৌলিক কণিকা হলোÑ র. নিউট্রন রর. ইলেকট্রন ররর. হাইড্রোজেন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ২০। নিউট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হলোÑ র. এটি মৌলিক কণিকা রর. এটি আধান বহন করে ররর. এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ২১। আইসোটোপ ব্যবহৃত হয়Ñ র. ক্যান্সার কোষ শনাক্তকরণে রর. যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে ররর. পতঙ্গ নিয়ন্ত্রণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২২। কোনটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে? ক. আয়ন খ. পরমাণু গ. আইসোটোপ ঘ. অস্থায়ী আইসোটোপ সঠিক উত্তর : ঘ. অস্থায়ী আইসোটোপ ২৩। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সবোর্চ্চ কয়টি ইলেকট্রন থাকে? ক. ২ খ. ৮ গ. ১৮ ঘ. ৩২ সঠিক উত্তর : খ. ৮ ২৪। রাদারফোডের্র পরমাণু পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেয়া যায়Ñ র. পরমাণু অবিভাজ্য রর. পরমাণুকে ভাঙা যায় ররর. পরমাণুর বেশির ভাগ অংশই ফঁাকা নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ও রর ঘ. র ও ররর সঠিক উত্তর : খ. ররর