জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
আসিফের সঙ্গে মিল রয়েছেÑ বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ৩৯। ইউরোপের দেশগুলোতে অথৈর্নতিক অগ্রগতি দেখা যায়Ñ (র) খনিজ সম্পদ আবিষ্কারের কারণে (রর) সামুদ্রিক বাণিজ্য বিস্তারের কারণে (ররর) কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৪০। বাংলায় ইংরেজদের শাসন পবের্ক কোনযুগ হিসেবে অবহিত করা হয়? (ক) পরাধীন যুগ (খ) স্বাধীন যুগ (গ) গণতান্ত্রিক যুগ (ঘ) ঔপনিবেশিক যুগ সঠিক উত্তর : (ঘ) ঔপনিবেশিক যুগ ৪১। উইলিয়াম হেজেজ কতৃর্ক ইংল্যান্ড থেকে সৈন্য আনার কারণ ছিল Ñ (র) দিনেমারদের বাংলা থেকে হটানো (রর) মোঘল কমর্চারীদের দুনীির্ত রোধ (ররর) ব্যবসায়িক ক্ষতি রোধ নিচের কোনটি সঠিক? (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ৪২। আসিফ মাত্র ২২ বছর বয়সে একটি অঞ্চলের শাসন ক্ষমতা লাভ করে। তার নানা তাকে সিংহাসনে বসান। আসিফের সঙ্গে মিল বা সাদৃশ্য রয়েছেÑ (র) বাংলার শেষ স্বাধীন নবাবের (রর) মোঘল সম্রাট জাহাঙ্গীরের (ররর) নবাব সিরাজউদ্দৌলার নিচের কোনটি সঠিক? (ক) র ও ররর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও ররর ৪৩। সেন রাজারা কোন অঞ্চল থেকে এসেছিলেন? (ক) হায়দরাবাদ (খ) কনার্টক (গ) উড়িষ্যা (ঘ) দিল্লি সঠিক উত্তর : (খ) কনার্টক