রাবিতে পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী শুরু হয়েছে। ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মোহা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন প্রথম পুনর্মিলনী সাংগঠনিক কমিটির সদস্য সচিব ড. মো. মাসুদুল হক সিদ্দিকী। বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ রওশন আলী এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকুজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ আয়োজনে অন্যদের মধ্যে সাবেক উপ-উপাচার্য ও বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর মুহম্মদ নূরুলস্নাহ্‌, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ বিভাগীয় শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।