৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ৪৩। 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই উক্তিটির মাধ্যমে ফুটে উঠেছে- (র) বাংলার জনগণের মুক্তির ডাক (রর) পাকিস্তানিদের শাসন-শোষণকে জোরদার করার ডাক (ররর) বাংলার স্বাধীনতা অর্জনের আহ্বান নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৪৪। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে? (ক) প্রেরণা (খ) স্বাধীন ইচ্ছা (গ) দাবি (ঘ) সাহস সঠিক উত্তর : (ক) প্রেরণা ৪৫। বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করেন? (ক) ২৫ মার্চ ১৯৭১ (ক) ১৭ মার্চ ১৯৭১ (গ) ৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ এপ্রিল ১৯৭১ সঠিক উত্তর : (ক) ২৫ মার্চ ১৯৭১ ৪৬। অসহযোগ আন্দোলনকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় বলা হয়। এর সঠিক কারণ- (র) জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ (রর) স্বাধীনতার চেতনার উন্মেষ (ররর) পাকিস্তানি শাসকদের শোষণের তীব্র প্রতিবাদ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র,রর ও ররর ৪৭। ঢাকার বাইরে আপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে? (ক) টিক্কা খান (খ) জুলফিকার আলী ভুট্টো (গ) ইয়াইয়া খান (ঘ) খাদিম হোসেন রাজা সঠিক উত্তর : (ঘ) খাদিম হোসেন রাজা ৪৮। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন- (ক) তাজউদ্দিন আহমদ (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) অধ্যাপক ইউসুফ আলী সঠিক উত্তর : (খ) সৈয়দ নজরুল ইসলাম ৪৯। কখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? (ক) ৩ মার্চ ১৯৭১ (খ) ১০ মার্চ ১৯৭১ (গ) ১৩ মার্চ ১৯৭১ (ঘ) ১৭ মার্চ ১৯৭১ সঠিক উত্তর : (ক) ৩ মার্চ ১৯৭১ ৫০। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যথাযথ কারণ হলো- (র) সামরিক অফিসারদের চাপ (রর) ইয়াহিয়ার ষড়যন্ত্র (ররর) ১৯৭০-এর নির্বাচন পরবর্তী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। \হনিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৫১। যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে? (ক) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর (খ) ১৯৭১ সালের ১০ ডিসেম্বর (গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর (ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সঠিক উত্তর : (গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ৫২। বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি? (ক) ভাষা আন্দোলন (খ) ১৯৫৪ সালের নির্বাচন (গ) ১৯৬৯ সালের গণঅভু্যত্থান (ঘ) ১৯৭০ সালের নির্বাচন সঠিক উত্তর : (ঘ) ১৯৭০ সালের নির্বাচন ৫৩। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে কী বলা হয়? (ক) বাঙালির মুক্তির সনদ (খ) নির্বাচনি প্রচারণা (গ) সার্বভৌমত্ব লাভ (ঘ) গণহত্যার কারণ সঠিক উত্তর : (ক) বাঙালির মুক্তির সনদ ৫৪। ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন- (ক) ১৯৭০ সালের নির্বাচনি ফলাফল (খ) অপারেশন সার্চলাইটের কর্মসূচি (গ) পূর্ব পাকিস্তানিদের মানসিক অবস্থা (ঘ) বঙ্গবন্ধুর গতিবিধি সঠিক উত্তর : (খ) অপারেশন সার্চলাইটের কর্মসূচি ৫৫। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন? (ক) দেশকে জনশূন্য করার জন্য (খ) যুদ্ধে জয়লাভের জন্য (গ) প্রতিশোধের জন্য (ঘ) দেশকে মেধাশূন্য করার জন্য সঠিক উত্তর : (ঘ) দেশকে মেধাশূন্য করার জন্য ৫৬। বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? (ক) ১৬ ডিসেম্বর ১৯৭০ (খ) ২ মার্চ ১৯৭১ (গ) ৭ মার্চ ১৯৭১ (ঘ) ২৬ মার্চ ১৯৭১ সঠিক উত্তর : (খ) ২ মার্চ ১৯৭১ ৫৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? (ক) ১১টি সেক্টরে (খ) ১২টি সেক্টরে (গ) ১৩টি সেক্টরে (ঘ) ১৪টি সেক্টরে সঠিক উত্তর : (ক) ১১টি সেক্টরে