আইইউবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) স্প্রিং-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেস এ পাঁচ অনুষদে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ ওরিয়েন্টেশনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ড. রুবানা হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মিলান পাগন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।আইইউবির ট্রেজারার খন্দকার মো. ইফতেখার হায়দার, রেজিস্ট্রার মো.আনোয়ারুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল করিম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার, স্কুল অব এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন ড. আব্দুল খালেক, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইমতিয়াজ এ হুসেইন এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন (ইনচার্জ) অধ্যাপক শাহ এম ফারুক ছাড়াও ওরিয়েন্টেশনে আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা এবং নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আইইউবির অ্যাডমিশন্স অ্যান্ড ফিনানশিয়াল এইড অফিসের আয়োজনে ওরিয়েন্টশন অনুষ্ঠানটি পরিচালনা করেন এর উপ-পরিচালক লিমা চৌধুরী।