জবিতে আন্তঃবিভাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উলস্নাহ তমাল, দপ্তর সম্পাদক শিরীন ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল ও শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক উপদেষ্টা কে এম সুজাউদ্দিন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অরুন্ধতী দত্ত, দ্বিতীয় স্থান ইসলামিক স্টাডিজ বিভাগের মোসাররাত রাহিম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন নৃবিজ্ঞান বিভাগের অমৃতা বিশ্বাস।