জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ক্রনোমিটার
প্রশ্ন: অলটিমিটার - উত্তর: উচ্চতা নির্ণয় করার যন্ত্র প্রশ্ন: কার্ডিওগ্রাফি - উত্তর: হৃদপিন্ডের গতি নির্ধারণ করার যন্ত্র প্রশ্ন: ক্রেসকোগ্রাফ - উত্তর: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র প্রশ্ন: ক্রনোমিটার - উত্তর: সময় মাপার যন্ত্র প্রশ্ন: গ্যালভানোমিটার - উত্তর: ক্ষুদ্রমানের বিদু্যৎপ্রবাহ নির্ণয়করী যন্ত্র প্রশ্ন: ট্যাকোমিটার - উত্তর: উড়োজাহাজ ও মোটর বোটের গতি নির্ধারক যন্ত্র প্রশ্ন: ডায়নামো - উত্তর: যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা প্রশ্ন: ফ্যাদোমিটার - উত্তর: সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র প্রশ্ন: বেলোমিটার - উত্তর: বিকীর্ণ তাপ মাপার যন্ত্র প্রশ্ন: রাডার - উত্তর: রেডিও তরঙ্গের সাহায্য গতিশীল বস্তুর অবস্থান জানা প্রশ্ন: রেইনগেজ - উত্তর: বৃষ্টি পরিমাপক যন্ত্র