এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথম পত্র)

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল ১. 'উত্তরী' শব্দের অর্থ কী? ক. চাদর খ. কাপড় গ. উত্তর দিক ঘ. গামছা সঠিক উত্তর : ক. চাদর ২. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে কি বোঝায়? ক. মায়াবী চোখ খ. কোমল চোখ গ. অশ্রম্নসজল চোখ ঘ. উৎসুক চোখ সঠিক উত্তর : খ. কোমল চোখ উদ্দীপকটি পড় এবং ৩ নং ও ৪ নং সংখ্যক প্রশ্নের উত্তর দাও। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রম্ন দিয়ে গাঁথবো মালা নাইবা তুমি এলে। ৩. নিচের কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে? ক. যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই খ. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। গ. তরী তার এসেছে কী? বেজেছে কি আগমনী গান? ঘ. বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? সঠিক উত্তর : খ. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। ৪. উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় যে বৈশিষ্ট্যটি লক্ষণীয় তা হলো ক. বহুপদ খ. বৈচিত্র্য গ. সৌন্দর্য প্রিয়তা ঘ. একগুঁয়েমি সঠিক উত্তর : খ. বৈচিত্র্য ৫. বাতাবি লেবুর ফুলের কথা আছে কোন কবিতায়? ক. কবর খ. তাহারেই পড়ে মনে গ. জীবন-বন্দনা ঘ. বাংলাদেশ সঠিক উত্তর : খ. তাহারেই পড়ে মনে ৬. 'পাথার' শব্দের অর্থ কি? ক. সমুদ্র খ. পাহাড় গ. তট ঘ. নদী সঠিক উত্তর : ক. সমুদ্র ৭. কোন বেলায় ফুল ফোটেনি বলে কবি প্রশ্ন রাখেন? ক. বৈশাখ খ. ফাল্গুন গ. শীত ঘ. চৈত্র সঠিক উত্তর : গ. শীত ৮. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? ক. কামিনী রায় খ. মানকুমারী বসু গ. নীলিমা ইব্রাহীম ঘ. সুফিয়া কামাল সঠিক উত্তর : সুফিয়া কামাল ৯. বেগম সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থের নাম- ক. অবরোধবাসিনী খ. সাঁঝের মায়া গ. মাটির ফসল ঘ. এক পথ দুই বাঁক সঠিক উত্তর : খ. সাঁঝের মায়া ১০. 'অলখ' শব্দের অর্থ কি? ক. লক্ষ্যহীন খ. প্রত্যক্ষ গ. অলক্ষ ঘ. অন্যমনা সঠিক উত্তর : ক. লক্ষ্যহীন ১১. মাঘের সন্ন্যাসী কে? ক. শীত খ. গ্রীষ্ম গ. বর্ষা ঘ. বসন্ত সঠিক উত্তর : ক. শীত ১২. কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের? ক. উদাত্ত পৃথিবী খ. ছাড়পত্র গ. বীরাঙ্গনা ঘ. সীমাবদ্ধ জলে সঠিক উত্তর : ক. উদাত্ত পৃথিবী ১৩. 'তাহারেই পড়ে মনে' কবিতার অন্যতম বৈশিষ্ঠ্য হলো- ক. সনেট খ. গদ্যধর্মিতা গ. নাটকীয়তা ঘ. গল্পধর্মিতা সঠিক উত্তর : গ. নাটকীয়তা ১৪. 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি 'মাঘের সন্ন্যাসী' বলতে বুঝিয়েছেন- ক. শীত ঋতুকে খ. শীতের কুয়াশাকে গ. কবি হৃদয়কে ঘ. কবির স্বামীকে সঠিক উত্তর: খ. শীতের কুয়াশাকে ১৫. সুফিয়া কামাল কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৯৯ খ. ১৯৯৮ গ. ১৯৯৫ ঘ. ১৯৯২ সঠিক উত্তর : ক. ১৯৯৯