গণ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কম্পিউটার নেটওয়ার্কিং সম্বন্ধে জ্ঞানের পরিধি বৃদ্ধির উদ্দেশ্যে বেসিক নেটওয়ার্কিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় সিএসই ল্যাবে এ আয়োজন সম্পন্ন হয়। সিএসই ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোটিক সার্টিফাইড প্রশিক্ষক তিতাস সরকার। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মো. করম নেওয়াজ। সিএসই বিভাগের শিক্ষিকা লিপিকা বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় সাবেক ও বর্তমানসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।