এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথম পত্র)

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
ফুলের কলি
আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল ২৬. সুফিয়া কামালের উলেস্নখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি? ক. কেয়ার কাঁটা খ. ইতল বিতল গ. সোভিয়েতের দিনগুলো ঘ. উদাত্ত পৃথিবী সঠিক উত্তর : ঘ. উদাত্ত পৃথিবী ২৭. কুয়াশায় কি গায়ে দিয়ে শীত আসে? ক. কাপড় খ. চাদর গ. ধুতি ঘ. পাঞ্জাবি সঠিক উত্তর : ক. কাপড় ২৮. 'তাহারেই পড়ে মনে' কবিতার বর্ণ বিন্যাস কিরূপ? ক. আট ও ছয় পর্ব খ. আট ও দশ পর্ব গ. আট ও আট পর্ব ঘ. আট ও চার পর্ব সঠিক উত্তর : খ. আট ও দশ পর্ব ২৯. 'বসন্ত বন্দনা' বলতে বোঝানো হয়েছে? ক. বসন্তে আনন্দ করা খ. বসন্তে বন্দনা করা গ. বসন্ত ঋতুকে স্তুতি করা ঘ. বসন্ত ঋতুতে কাব্য রচনা করা সঠিক উত্তর : গ. বসন্ত ঋতুকে স্তুতি করা ৩০. 'পুষ্পারতি বলতে বোঝানো হয়েছে? ক. ফুল খ. ফুলের বন্দনা গ. পদ্মকমল ঘ. পুষ্প দিয়ে আরতি সঠিক উত্তর : খ. ফুলের বন্দনা ৩১. 'ঋতুর রাজন' বলতে কি বুঝিয়েছেন? ক. বসন্তকে খ. শীতকে গ. বৈশাখকে ঘ. চৈত্রকে সঠিক উত্তর : ক. বসন্তকে ৩২. কবি সুফিয়া কামাল উন্মাদ কেন? ক. বসন্তের জন্য খ. স্বামীকে হারিয়েছেন তাই গ. আনন্দের জন্য ঘ. শীতের জন্য সঠিক উত্তর : খ. স্বামীকে হারিয়েছেন তাই ৩৩. বসন্ত-বন্দনা কণ্ঠে শোনার মিনতি করেছেন- ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সুফিয়া কামাল ঘ. সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর : গ. সুফিয়া কামাল ৩৪. 'তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।'-কাকে মনে পড়ছে? ক. কবিকে খ. শীত ঋতুকে গ. আপনজনকে ঘ. কবিভক্তকে সঠিক উত্তর: গ. আপনজনকে ৩৫. 'কুড়ি' যে শব্দের বিবর্তিত রূপ তা হলো- ক. কুড়ি খ. কেশর গ. কোরক ঘ. কলি সঠিক উত্তর : ঘ. কলি ৩৬. 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে- ক. শীত ঋতু খ. কুয়াশা গ. আঁধার ঘ. জীর্ণশীর্ণ অবস্থা সঠিক উত্তর: ক. শীত ঋতু ৩৭. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ- ক. অভিমান খ. প্রিয়বিয়োগ গ. রাগ ঘ. দ্বিধা সঠিক উত্তর: খ. প্রিয়বিয়োগ ৩৮. 'ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান।'-কোন কবিতার? ক. জীবন-বন্দনা খ. তাহারেই পড়ে মনে গ. পাঞ্জেরি ঘ. ধন্যবাদ সঠিক উত্তর: খ. তাহারেই পড়ে মনে