৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
মুক্তিযুদ্ধে সশস্ত্র ট্রেনিং
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ৬৭। যৌথ বাহিনীর অন্তর্ভুক্ত ছিল- (র) মিত্রবাহিনী (রর) মুক্তিবাহিনী (ররর) কাদেরিয়া বাহিনী নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ৬৮। মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা কত ছিল? (ক) প্রায় ২০ লাখ (খ) প্রায় ৫০ লাখ (গ) প্রায় ১ কোটি (ঘ) প্রায় ২ কোটি সঠিক উত্তর : (গ) প্রায় ১ কোটি ৬৯। কাদেরকে নিয়ে যৌথকমান্ড গঠন করা হয়? (ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে (খ) সোভিয়েত সেনবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে (গ) পাকিস্তান সেনাবাহিনী ও চীন সেনাবাহিনীর সমন্বয়ে (ঘ) সোভিয়েত সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীর সমন্বয়ে সঠিক উত্তর : (ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে ৭০। মুক্তিযোদ্ধা নৌকমান্ডোরা যে কারণে সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন- (র) একদিনে চট্টগ্রাম বন্দরে ২০টি জাহাজ ধ্বংস করে (রর) একদিনে মোংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করে (ররর) একদিনে নারায়ণগঞ্জ বন্দরে ৪০টি জাহাজ ধ্বংস করে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৭১। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (ক) জওহরলাল নেহরু (খ) দেব গৌড়া (গ) লাল বাহাদুর শাস্ত্রি (ঘ) ইন্দিরা গান্ধী সঠিক উত্তর : (ঘ) ইন্দিরা গান্ধী ৭২। মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল- (র) রাজাকার বাহিনী (রর) আলবদর বাহিনী (ররর) মুজিব বাহিনী নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৭৩। ৭ মার্চের ভাষণের ফলে- (র) বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় (রর) মুক্তির আকাঙ্ক্ষা তীব্র হয় (ররর) হানাদার বাহিনীর সাথে লড়াই করার প্রেরণা পায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৭৪। ভারতের কোন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে উজ্জীবিত করেছিলেন? (ক) মান্না দে (খ) আশা ভোঁসলে (গ) রবিশঙ্কর (ঘ) কিশোরকুমার সঠিক উত্তর : (গ) রবিশঙ্কর ৭৫। মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসে কোথায় বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া হয়? (ক) বাংলাদেশে (খ) ভারতে (গ) বার্মায় (ঘ) নেপালে সঠিক উত্তর : (খ) ভারতে ৭৬। মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। এর কারণ হলো- (র) সাধারণ মানুষকে ভীত করা (রর) সামরিক জান্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা (ররর) পাকিস্তানি সেনা ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৭৭। মুজিবনগর সরকারের প্রথম বাংলাদেশ মিশন কোন দেশে স্থাপন করেন? (ক) লন্ডন/যুক্তরাজ্য (খ) ফ্রান্স (গ) রাশিয়া (ঘ) ভারত সঠিক উত্তর : (ক) লন্ডন/যুক্তরাজ্য ৭৮। কোন দূতাবাসের কর্মকর্তারা জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগ দেন? (ক) যুক্তরাষ্ট্র (খ) চীন (গ) ফ্রান্স (ঘ) ইতালি সঠিক উত্তর : (ক) যুক্তরাষ্ট্র ৭৯। এপ্রিলের শুরুতে গণহত্যা বন্ধের জন্য ইয়াহিয়াকে চিঠি দেন- (ক) চীন প্রেসিডেন্ট (খ) ভারতের প্রধানমন্ত্রী (গ) সোভিয়েত প্রেসিডেন্ট (ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী সঠিক উত্তর : (গ) সোভিয়েত প্রেসিডেন্ট ৮০। ঢাকার গেরিলা বাহিনী বোমা বিস্ফোরণ ঘটায়- (র) বিমানবন্দরে (রর) ব্যাংক ও টেলিভিশন ভবনে (ররর) হোটেল শেরাটনে নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ৮১। সাইমন ড্রিং কে ছিলেন? (ক) বিদেশি সাংবাদিক (খ) রাষ্ট্রদূত (গ) বিদেশি সংগীতশিল্পী (ঘ) গুপ্তচর সঠিক উত্তর : (ক) বিদেশি সাংবাদিক