শিক্ষা সংক্ষেপ

শাবিপ্রবি ৭ শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাত শিক্ষার্থী পেলেন পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান শিক্ষাবৃত্তি। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-ডির ১০০৬ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাত শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেয়া হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অনিন্দ্য সরকার, মো. শাকিল মোর্শেদ, নূর-ই-আফরোজ প্রমি, মালিহা সামিহা জামান, ফারিয়া বিনতে আরিফ, স্নাতক দ্বিতীয়বর্ষ প্রথম সেমিস্টারের বিপস্নবী রায় ও মোসাদ্দেক বিলস্নাহ। শিক্ষাবৃত্তি হিসেবে তাদের প্রত্যেককে ১৫০ পাউন্ড (১৬ হাজার টাকা) করে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার, অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, মো. মোখলেসুর রহমান, ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক আমিনা খাতুন, ড. মো. মনজুর-উল-হায়দার, মনি পাল, মোহাম্মদ জাবেদ কায়সার ইবনে রহমান, প্রভাষক মো. সেলিম, নাবিলা কাওসার, স্কলারশিপের উদ্যোক্তা মোস্তাক রহমান প্রমুখ। ডিআইইউর প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষা জগৎ ডেস্ক য় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' উপলক্ষে ১০০টি ঘুড়ি উড়িয়ে চারদিনব্যাপী '১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী' উৎসব উদযাপন শুরু করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ২২ জানুয়ারি আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবর্ষিকীর উদ্বোধন করেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম, স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ।