শিক্ষা সংক্ষেপ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাবি শিক্ষকদের কর্মশালা শিক্ষা জগৎ ডেস্ক য় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং-এর উদ্যোগে 'চষধমরধৎরংস : ঊঃযরপধষ অংঢ়বপঃং ্‌ জবসবফু রহ ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ' বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ২৩ জানুয়ারি আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম জাবেদ আহমদ এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন আলোচনা করেন। এসময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এটিএম সামছুজ্জোহা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মশালায় অংশ নেন। সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে। চুয়েটের স্থাপত্য বিভাগের জুরি সম্পন্ন শিক্ষা জগৎ ডেস্ক য় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের '১৩ ব্যাচের দুদিনব্যাপী ৫ম সমাপনী উন্মুক্ত জুরি সম্প্রতি সম্পন্ন হয়েছে। ওই আয়োজনে সূচনাপর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জিএম সাদিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এবারের জুরিতে বিচারক ছিলেন বাংলাদেশের স্বনামধন্য স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রফেসর স্থপতি ড. কাজী আজিজুল মাওলা ও অ্যাসোসিয়েট প্রফেসর স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রফেসর স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম খান। বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কানু কুমার দাশের সঞ্চালনায় জুরিতে বিভিন্ন সমসাময়িক বিষয়সহ স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন শেষ বর্ষের শিক্ষার্থীরা। উক্ত জুরিতে বিভাগীয় প্রকল্প সুপারভাইজর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মুস্তাফিজ আল মামুন, সজীব পাল, মো. নাজমুল লতিফ, বিপস্নব কান্তি বিশ্বাস, শায়লা শারমিন ও লেকচারার অমিত ইমতিয়াজ জুরিতে অংশ নেন।