এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
শিক্ষা মানুষের অধিকার
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো চাষার দুক্ষু রোকেয়া সাখাওয়াত হোসেন ৩৯. 'চাষার দুক্ষু' প্রবন্ধ অনুযায়ী কোন চেলায় রেশম হতো? ক) রংপুর খ) দিনাজপুর গ) কুড়িগ্রাম ঘ) পঞ্চগড় সঠিক উত্তর : ক) রংপুর ৪০. এন্ডি কাপড় বেশ কী? ক) নরম খ) গরম গ) সরল ঘ) ঠান্ডা সঠিক উত্তর : খ) গরম ৪১. 'ভারতবাসী এখন জ্ঞান-বিজ্ঞানে অনেক উন্নত'। উদ্দীপকের সাথে চাষার দুক্ষু' প্রবন্ধের কিভাবে তুলনা করা যায়? ক) সমৃদ্ধি বর্ণনার খ) সভ্যতা বর্ণনায় গ) বন্দনা করায় ঘ) বিশেষ কৌশল ধারণ করায় সঠিক উত্তর : ক) সমৃদ্ধি বর্ণনার ৪২. 'ধান্য তার বসুন্ধরা যার' উক্তিটি নিচের কে সমর্থন করে? ক) বেগম রোকেয়া খ) কাজী নজরুল ইসলাম গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) আল মাহামুদ সঠিক উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর ৪৩. শিক্ষা মানুষকে অধিকার সচেতন করে তোলে। উদ্দীপকটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ন? ক) চাষার দুক্ষু খ) বিড়াল গ) মাসি-পিসি ঘ) আমার পথ সঠিক উত্তর : ক) চাষার দুক্ষু ৪৪. চাষিদের অন্ন-বস্ত্র না জোটার কারণ হিসাবে বিবেচ্য কোনটি? ক) শোষণ খ) শাষণ গ) অসচেতনতা ঘ) অলসতা সঠিক উত্তর: ক) শোষণ ৪৫. সমুদ্রের জলে চাল ধোয়ার মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ক) অসচেতনতা খ) অজ্ঞতা গ) দরিদ্রতা ঘ) সংস্কৃতি রক্ষা সঠিক উত্তর : গ) দরিদ্রতা ৪৬. ভারতবাসীর অসভ্য-বর্বর থাকা বলতে বোঝানো হয়েছে- র) অশিক্ষিত থাকা রর) অসামাজিক থাকা ররর) আধুনিকতা থেকে দূরে থাকা নিচের কোনটি সঠিক : ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : খ) র ও ররর ৪৭. প্রাবন্ধিক তার রচনায় চাষার দরিদ্রকে প্রাধান্য দিয়েছেন যে কারণে- র. দুর্দশা লাঘবে রর. মুক্তির পথ দেখাতে ররর. সচেতন করতে নিচের কোনটি সঠিক : ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : খ) র ও ররর ৪৮. প্রাবন্ধিকের মতে চাষার দারিদ্র্যের সাথে সম্পর্ক নেই- ক) ইউরোপ যুদ্ধের খ) শোষণের গ) বিলাসিতার নিচের কোনটি সঠিক : ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- 'সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা- ৪৯. উদ্দীপকটির সাথে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কোন উক্তিটির সাদৃশ্য রয়েছে? ক) ধন্য তার বসুন্ধরা তার খ) চাষারাই সমাজের মেরুদন্ড গ) চাষার দারিদ্র্য ঘ) ধান ভানিতে শিবের গীত সঠিক উত্তর : খ) চাষারাই সমাজের মেরুদন্ড