৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
গরুর গাড়ি
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ১০৮। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা সভা-সমাবেশের আয়োজন করে অর্থ সংগ্রহ করে। তাদের এ কাজের উদ্দেশ্য কী ছিল? (ক) হাসপাতাল তৈরি (খ) বিদ্যালয় তৈরি (গ) মুক্তিযুদ্ধে সহায়তা (ঘ) দুস্থদের খাবার বিতরণ সঠিক উত্তর : (গ) মুক্তিযুদ্ধে সহায়তা ১০৯। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার টিক্কা খানকে সরিয়ে ডা. মালিককে গভর্নর নিযুক্ত করে দেন কেন? (ক) যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য (খ) বাঙালিদের শান্ত করার জন্য (গ) টিক্কা খান অযোগ্য ছিলেন বলে (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য সঠিক উত্তর : (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য ১১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল- (র) চরমপত্র (রর) বজ্রকণ্ঠ (ররর) ওরা এগারো জন। \হনিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ১১১। জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা সাদৃশ্যপূর্ণ? (ক) বিদেশি সাংবাদিক (খ) রাজাকার বাহিনী গঠন (গ) শান্তি কমিটির প্রধান (ঘ) আলবদর বাহিনী গঠন সঠিক উত্তর : (খ) রাজাকার বাহিনী গঠন ১১২। মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো কোন বাহিনী গঠন করে? (ক) রাজাকার বাহিনী (খ) মুজিব বাহিনী (গ) আলবদর বাহিনী (ঘ) শান্তি কমিটি সঠিক উত্তর : (ক) রাজাকার বাহিনী ১১৩। পাকিস্তানি বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী অপহরণের পরিকল্পনা বাস্তবায়ন করে কোন বাহিনী? (ক) রাজাকার (খ) আল-শামস (গ) আলবদর (ঘ) শান্তি কমিটি সঠিক উত্তর : গ) আলবদর ১১৪। কাদের নিয়ে আলবদর বাহিনী গড়ে উঠেছিল? (ক) ইসলামী ছাত্রসংঘ (খ) ইসলামী ছাত্রসমাজ (গ) ইসলামী ছাত্রমৈত্রী (ঘ) ইসলামী ছাত্রসেনা সঠিক উত্তর : (ক) ইসলামী ছাত্রসংঘ ১১৫। রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে? (ক) মাওলানা মতিউর রহমান নিজামী (খ) অধ্যাপক গোলাম আযম (গ) দেলোয়ার হোসাইন সাঈদী (ঘ) মাওলানা এ কে এম ইউসুফ সঠিক উত্তর : (ঘ) মাওলানা এ কে এম ইউসুফ ১১৬। 'এটাই হয়তো আমার শেষ বার্তা' এ ঘোষণাটির সঙ্গে নিচের কোন ঘটনাটি জড়িত? (ক) ১৫ আগস্টের হত্যাকান্ড (খ) স্বাধীনতার ঘোষণা (গ) আইয়ুব বিরোধী গণ অভু্যত্থান (ঘ) ভাষা আন্দোলন সঠিকউত্তর : (খ) স্বাধীনতার ঘোষণা ১১৭। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শান্তি কমিটির মূল কাজ ছিল কোনটি? (ক) মুক্তিযোদ্ধাদের পক্ষে সমর্থন আদায় (খ) পাকিস্তানি বাহিনীকে পথ চিনিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া (গ) মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান (ঘ) পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্ববাসীকে জানানো সঠিক উত্তর : (খ) পাকিস্তানি বাহিনীকে পথ চিনিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া ১১৯। নিচের কোন সংগঠনটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? (ক) কমিউনিস্ট পার্টি (খ) আলবদর বাহিনী (গ) শান্তি কমিটি (ঘ) জামায়াতে ইসলামী সঠিকউত্তর : (ক) কমিউনিস্ট পার্টি তৃতীয় অধ্যায় ১। পূর্বের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে? (ক) সামাজিক পরিবর্তন (খ) সাংস্কৃতায়ন (গ) সাংস্কৃতিক আত্তীকরণ (ঘ) সাংস্কৃতিক পরিবর্তন সঠিক উত্তর : (ঘ) সাংস্কৃতিক পরিবর্তন ২। বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কী বলে? (ক) সাংস্কৃতিক আদর্শ (খ) সাংস্কৃতিক ব্যাপ্তি (গ) সাংস্কৃতায়ন (ঘ) সাংস্কৃতিক আত্তীকরণ সঠিক উত্তর : (গ) সাংস্কৃতায়ন ৩। বাঙালি পুরুষরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে। এটাকে কী বলে? (ক) সাংস্কৃতিক আত্তীকরণ (খ) সাংস্কৃতিক আদর্শ (গ) সাংস্কৃতিক ব্যাপ্তি (ঘ) সাংস্কৃতায়ন সঠিক উত্তর : (খ) সাংস্কৃতিক আদর্শ