যবিপ্রবিতে 'স্মার্ট ক্লাস রুম' চালু

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি ও মার্কেটিং বিভাগে 'স্মার্ট ক্লাস রুম' সুবিধায় যুক্ত হয়েছে। এ সুবিধার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে উপস্থিতি নিশ্চিত, ক্লাসের পাঠদান ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার, সংরক্ষণ এবং পুনর্ব্যবহার করা যাবে। বাংলাদেশের প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সমন্বিত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২৫ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুলস্নাহ 'স্মার্ট ক্লাস রুম'-এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়তুজ্জামান মুকুল জানান, স্মার্ট ক্লাস রুম সুবিধার জন্য ইংরেজি বিভাগে ৮৬ ইঞ্চি এবং মার্কেটিং বিভাগে ৮২ ইঞ্চি স্মার্ট বোর্ড স্থাপন করা হয়েছে। ফলে বিভাগ দুটি অত্যাধুনিক ও যুগোপযোগী শিক্ষা উপকরণের সাহায্যে বিভাগের পাঠদান অনেক সহজ, প্রাণবন্ত ও বহুমাত্রিক বৈশিষ্ট্যে উন্নীত হলো।