এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
শিক্ষাই জাতির মেরুদন্ড
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ৫১. লর্ড কারমাইকেল কোন জাতির প্রতিনিধি? ক) ফরাসি খ) পাকিস্তান গ) ভারতীয় ঘ) ইংরেজ সঠিক উত্তর : ঘ) ইংরেজ নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- গাহি তাদের গান অরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান ৫২. উদ্দীপক তোমার পঠিত কোন রচনার সমান্তরাল? ক) বিড়াল খ) চাষার দুক্ষু গ) জীবন ও বৃক্ষ ঘ) আমার পথ সঠিক উত্তর : খ) চাষার দুক্ষু ৫৩. উক্ত রচনা ও উদ্দীপকে কাদের বন্দনা করেছেন? ক) শ্রমিকের খ) মজুরের গ) কৃষকের ঘ) পৃথিবীর সঠিক উত্তর : গ) কৃষকের নিচের উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই দেশের প্রতিটি নাগরিকের মধ্যে শিক্ষা বিস্তার আবশ্যক। কেননা এতে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। ৫৪. উদ্দীপকটির সাথে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ক) শিক্ষার গুরুত্ব খ) শিক্ষার উদ্দেশ্য গ) শিক্ষার প্রকৃতি ঘ) শিক্ষা অর্জন সঠিক উত্তর : ক) শিক্ষার গুরুত্ব ৫৫. ' চাষার দুক্ষু' প্রবন্ধে কৃষদের মধ্যে লেখিকা যে কারণে শিক্ষা বিস্তার করতে বলেছেন- ক) সচেতনতা বৃদ্ধিতে খ) আধুনিক করতে গ) সমৃদ্ধ করতে ঘ) ঐক্য সৃষ্টিতে সঠিক উত্তর : ক) সচেতনতা বৃদ্ধিতে মাসি ও পিসি মানিক বন্দ্যোপাধ্যায় ১. কানাইয়ের সাথে গোকুলে কতজন পেয়াদা এসেছিল? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর : খ. তিন ২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে দেয়নি কেন? ক. নির্যাতনের ভয়ে খ. স্নেহের আতিশয্যে গ. দারিদ্র্যের কারণে ঘ. আহ্লাদি যেতে চায়নি বলে সঠিক উত্তর : ক. নির্যাতনের ভয়ে উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও দেখি নাই যারে, চিনি নাই যারে শুনি নাই নাম কভু তিনিই আজিকে দেবতা আমার তিনিই আমার প্রভু ৩. উদ্দীপকের প্রভু 'মাসি-পিসি' রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ? ক. লেখকের খ. জগুর গ. কৈলাসের ঘ. গোকুলের সঠিক উত্তর : খ. জগুর ৪. উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো- ক. আধিপত্য খ. পান্ডিত্য গ. স্বৈরাচারী ঘ. অহংকারবোধ সঠিক উত্তর : গ. স্বৈরাচারী ৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে? ক. ১৯০৬ সালে খ. ১৯০৮ সালে গ. ১৯১০ সালে ঘ. ১৯১২ সালে সঠিক উত্তর : খ. ১৯০৮ সালে ৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? ক. সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় খ. অনীল কুমার গুহ গ. মানিক ঘ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর : ঘ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়