চবিতে প্রতীকী সম্মেলন শুরু

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতীকী জাতিসংঘ সংস্থা (ঈটগটঘঅ)-এর উদ্যোগে আজ থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন-২০২০'। শিক্ষা, মেধা ও মননশীলতা এই তিনটি গুণের চর্চাকে আরো ব্যাপক পরিসরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ৬ষ্ঠবারের মতো এই আয়োজন করছে সংস্থাটি। ১ ফেব্রম্নয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন। ২৭ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী তরুণদের উদ্বুদ্ধকরণ' এই প্রতিপাদ্যকে সামনে চার দিনব্যাপী প্রতীকী সম্মলেনে দেশের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন ৩৫০ জন শিক্ষার্থী। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম আবু নোমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর সিরাজ উদ দৌলস্নাহ।