এসএসসি পরীক্ষার প্রস্তুতি (পদার্থবিজ্ঞান)

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
ভার্নিয়ার স্কেল
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায়: ১ ১৪২। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : লঘিষ্ঠ গণন ১৪৩। দৈব ত্রম্নটির প্রত্যাশিত মান কত? উত্তর: ০ ১৪৪। পদার্থবিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূক্ষ্ণভাবে পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : তুলা যন্ত্র ১৪৫। পরিমাপের বেলায় সাধারণত কয় ধরনের ত্রম্নটি থাকতে পারে? উত্তর : ৩ ধরনের ১৪৬। দৈব ত্রম্নটি কাকে বলে? উত্তর : কোনো একটি ধ্রম্নব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রম্নটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রম্নটি বলে। ১৪৭। যান্ত্রিক ত্রম্নটি কাকে বলে? উত্তর : পদার্থবিজ্ঞানে কোনো কিছু পরীক্ষণের সময় মাপ-জোখের জন্য আমাদের যে যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রে যদি কোনো ত্রম্নটি থাকে তাকে যান্ত্রিক ত্রম্নটি বলে। ১৪৮। ব্যক্তিগত ত্রম্নটি কাকে বলে? উত্তর : পদার্থবিজ্ঞানে পরীক্ষণের সময় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রম্নটি আসে তাকে ব্যক্তিগত ত্রম্নটি বলে। ১৪৯। মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে কী বলে। উত্তর : ভার্নিয়ার সমপাতন ১৫০। তুলাযন্ত্রের অপর নাম কী? উত্তর : ব্যালান্স ১৫১। সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে? উত্তর : স্স্নাইড ক্যালিপার্স ১৫২। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. এবং ভার্নিয়ারের ভাগের সংখ্যা ১০ হলে ভার্নিয়ার ধ্রম্নবক কত? উত্তর : ০.১ মি.মি. ১৫৩। রৈখিক স্কেল পাঠ ৬ সস এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান ০.১২ সস হলে তারের ব্যাস কত? উত্তর : ৬.১২ সস ১৫৪। একটি স্স্নাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ১৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ২০ ভাগের সমান। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. হলে ভার্নিয়ার ধ্রম্নবক কত? উত্তর: ০.০৫ সস ১৫৫। মূল স্কেলের পাঠ ১২ সস, ভার্নিয়ার ধ্রম্নবক ০.১ ও ভার্নিয়ার পাঠ ৩ হলে মোট পাঠ কত? উত্তর: ১২.৩ সস অধ্যায়-২ ১। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? উত্তর : যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ২। স্থিতি কাকে বলে? উত্তর : পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। ৩। গতি কাকে বলে? উত্তর : পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। ৪। সরল দোলকের গতি কি রকম গতি? উত্তর : স্পন্দন গতি ৫। স্পন্দন গতি কাকে বলে? উত্তর : পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে। ৬। চলন গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে, যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। ৭। পর্যাবৃত্ত গতি কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ৮। সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন ধরনের গতি? উত্তর : রৈখিক গতি ৯। গিটারের তারের গতি কোন ধরনের গতি? উত্তর : স্পন্দন গতি ১০। ঘূর্ণন গতি কাকে বলে? উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। ১১। বৈদু্যতিক পাখার গতি কোনো ধরনের গতি? উত্তর : ঘূর্ণন গতি ১২। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে? উত্তর : সরলপথে ১৩। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা কোন ধরনের গতি? উত্তর : চলন গতি ১৪। পরম গতি কাকে বলে? উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। ১৫। রৈখিক গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার ওপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। ১৬। কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? উত্তর : পর্যাবৃত্ত গতি ১৭। দ্রম্নতি কাকে বলে? উত্তর : বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রম্নতি বলে। ১৮। স্কেলার রাশি কাকে বলে? উত্তর : যে সব ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাদেরকে স্কেলার রাশি বলে। ১৯। ভেক্টর রাশি কাকে বলে? উত্তর : যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।