এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে -
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে মডেল টেস্ট (উত্তরসহ) নিয়ে আলোচনা করা হলো বহুনির্বাচনি প্রশ্ন: (মান ৩০) ১। 'আড়ং' শব্দের অর্থ কী? ক. সমাবেশ খ. হাট গ. স্থান ঘ. উৎসব সঠিক উত্তর : খ. হাট ২। বাঁশবনে বসে কোন পাখি ডাকে? ক. কোকিল খ. কানা কুয়ো গ. হুতুম ঘ. দোয়েল সঠিক উত্তর : খ. কানা কুয়ো ৩। 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা? (ক) দেশাত্মবোধক (খ) কাহিনীমূলক (গ) স্মৃতিচারণমূলক (ঘ) স্নেহ সঠিক উত্তর: (ক) দেশাত্মবোধক নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : মেডিকেল কলেজ থেকে পাস করে সুজন গ্রামে চলে আসে। একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলে নিজের চেষ্টায়। গরিব গ্রামবাসীদের নিজ পরিবারের মানুষ মনে করে; সুখে-দুঃখে ছুটে আসে; খুব যত্ন করে চিকিৎসা দেয়। তার প্রশংসায় সবাই পঞ্চমুখ। গ্রামবাসীর অনুরোধে সে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৪. সুজনের মাঝে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে আলোকিত কোন গুণটির বিকাশ ঘটেছে? ক. উপেক্ষিতদের এড়িয়ে চলা খ. উপেক্ষিতদের আপন করে নেওয়া গ. আভিজাত্যের গর্ব ঘ. উপেক্ষিতদের সুযোগ বুঝে শোষণ করা সঠিক উত্তর : খ. উপেক্ষিতদের আপন করে নেওয়া ৫। গ্রামবাসীরা সুজনকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করার কারণ : র. নিম্নবিত্তরা কারো ভালোবাসা পেলে বুক উজাড় করে তা ফিরিয়ে দেয় রর. তাদের অন্তর খুব স্বচ্ছ ররর. তাদের আপন করে নিলে তারা শতগুণে তা ফিরিয়ে দেয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও র গ. র, রর ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৬. নিমগাছের উপকারের কথা বর্ণনা করতে গিয়ে লেখক আসলে কী প্রকাশ করেছেন? (ক) বিজ্ঞদের অভিজ্ঞতা (খ) কবিরাজের কর্মদক্ষতা (গ) গৃহিণীর বাস্তবতা (ঘ) গৃহকর্তার উদাসীনতা সঠিক উত্তর: (গ) গৃহিণীর বাস্তবতা ৭। আম আঁটির ভেঁপু গল্পে ফুটে উঠেছে- র. গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রর. সহজ-সরল জীবনযাপনের কথা ররর. প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা নিচোর কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৮। 'আমি কোন আগন্তুক নই'- কবিতায় ফুটে উঠেছে- (ক) শেকড়ের প্রতি কবির বিশ্বস্ততা (খ) বিদেশের প্রতি অনাগ্রহ (গ) কবির বৈরাগ্য (ঘ) জন্মভূমিকে উপলব্ধি করা। সঠিক উত্তর : (ক) শেকড়ের প্রতি কবির বিশ্বস্ততা ৯। 'বই পড়া' প্রবন্ধের মূল বক্তব্য কী? ক. সাহিত্যচর্চায় গুরুত্ব আরোপ খ. বই পড়ায় আগ্রহ সৃষ্টি করা গ. জ্ঞার্নাজনের জন্য উপদেশ দেওয়া ঘ. শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা সঠিক উত্তর : ক. সাহিত্যচর্চায় গুরুত্ব আরোপ ১০। 'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিল-বিন্যাস কী? ক. কখ খগ, কখ খগ খ. কখ কখ, খক খক গ. কখ গঘ, কখ গঘ ঘ. কখ কখ, কখ খক সঠিক উত্তর : ঘ. কখ কখ, কখ খক ১১. 'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কিরূপ আচরণ করতে বলা হয়েছে? ক. পরম আত্মীয়ের মতো আচরণ খ. মানবিক আচরণ গ. সম্মানজনক আচরণ ঘ. বন্ধুত্বসুলভ আচরণ সঠিক উত্তর : খ. মানবিক আচরণ ১২. 'একাত্তরের দিনগুলি' রচনায় জাহানারা ইমামের হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা কোন চরণে ফুটে উঠেছে? র. আজ শরীফের কুলখানি। রর. 'আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি, নো মার্সি পিটিশন কর।' ররর. রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে, সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন নয়। নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ১৩। নাটকের সূত্রপাত প্রথম কোন দেশে হয়? (ক) চীন (খ) জাপান (গ) গ্রিস (ঘ) ফ্রান্স সঠিক উত্তর : (গ) গ্রিস ১৪। ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (সা.)-এর সাথে হযরত আবু বকরের সম্পর্ক- (ক) কিঞ্চিৎ ঘনিষ্ঠ (খ) মোটামুটি ঘনিষ্ঠ (গ) সারা জীবনের বিশ্বস্ত সহচর (ঘ) ঘনিষ্ঠতাহীন আত্মীয় সঠিক উত্তর : (খ) মোটামুটি ঘনিষ্ঠ ১৫। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে- ক. জ্ঞানার্জন খ. বই পড়া গ. সাহিত্যচর্চা ঘ. শিক্ষা সঠিক উত্তর: ঘ. শিক্ষা ১৬। সাহসী জননী কাকে বলা হয়েছে? ক. জাহানারা ইমামকে খ. বাংলাকে গ. বাঙালিকে ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেনকে সঠিক উত্তর : খ. বাংলাকে ১৭। টেনিসনের 'রিং আউব দি ওল্ড' ও রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ'- এ দুয়ের মধ্যে মিল কোথায়? (ক) দুটোর মূল ভাব অভিন্ন (খ) দুটোর আঙ্গিক অভিন্ন (গ) একটি অন্যটির অনুবাদ (ঘ) দুটোই বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে লেখা সঠিক উত্তর : (ক) দুটোর মূল ভাব অভিন্ন নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। ছেলে জেদি, পড়তে চায় না। কেবল খেলার নেশা। হরেক বায়না। মা ভাবেন, নসু কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে।' ১৮। উদ্দীপকের ভাবনাটি পলস্নীজননীর যে পরিচয়টি মনে করিয়ে দেয়- ক. ধর্মবোধ খ. ভুল চিকিৎসা গ. কুসংস্কার ঘ. অতিভাবনা সঠিক উত্তর : গ. কুসংস্কার ১৯। যে চরণে উল্লিখিত ভাবের পরিচয় আছে র. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর রর. যে কথা ভাবিতে পরান শিহরে তাই ভাসে হিয়া কোণে ররর. মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ২০. 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা'- কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল? (ক) স্বাধীনতা (খ) মুক্তিযোদ্ধারা (গ) মুজিবনগর সরকার (ঘ) পাক হানাদাররা সঠিক উত্তর : (ক) স্বাধীনতা ২১. 'বৃষ্টি ও বিদ্রোহীগণ' হলো সৈয়দ শামসুল হকের- (ক) কাব্যগ্রন্থ (খ) গল্পগ্রন্থ (গ) উপন্যাস (ঘ) নাটক সঠিক উত্তর : (গ) উপন্যাস ২২. স্বদেশপ্রেম উপজীব্য করে রচিত কবিতা হলো- র. কপোতাক্ষ নদ রর. ধন ধান্য পুষ্পভরা ররর. অভিযাত্রিক নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ২৩. 'দিগন্ত পস্নাবিত' শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য? (ক) যার কোনো সীমা নেই (খ) অসীম জায়গা (গ) আকাশছোঁয়া (ঘ) বিরাট ফসলের মাঠ সঠিক উত্তর : (ক) যার কোনো সীমা নেই ২৪। 'বহিপীর' নাটকে নতুন দিনের প্রতীক কে? ক. বহিপীর খ. তাহেরা গ. হাশেম আলি ঘ. খোদেজা সঠিক উত্তর : খ. তাহেরা ২৫. সূর্যাস্ত আইন প্রণীত হয়? ক. ১৭৩৯ সালে খ. ১৭৯৩ সালে গ. ১৮৩৯ সালে ঘ. ১৮৯৩ সালে সঠিক উত্তর : খ. ১৭৯৩ সালে ২৬. 'বহিপীর' নাটকের অপ্রধান চরিত্র দুটি হলো? ক. চাকর ও হকিকুলস্নাহ খ. খোদেজা ও হকিকুলস্নাহ \হগ. হাতেম আলি ও হকিকুলস্নাহ \হঘ. খোদেজা ও তাহেরার চাচাতো ভাই সঠিক উত্তর : খ. খোদেজা ও হকিকুলস্নাহ নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ থেকে ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও: ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করতে অনেক মানুষ জড়ো হয়েছিল। সেখানে সুজনও গিয়েছিল। সবাই স্স্নোগান দিচ্ছিল, এমন সময় পুলিশ গুলি করল। সুজন কৌশলে বাঁচল। সে একজন বীর ভাষাসৈনিক। ২৭. উদ্দীপকের সুজন 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রকে নির্দেশ করে? (ক) শাহাবুদ্দিন (খ) বুধা (গ) মিঠু (ঘ) আলি সঠিক উত্তর : (খ) বুধা ২৮. উদ্দীপকের পুলিশ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রসমূহের সাথে সাদৃশ্য সৃষ্টি করে? (ক) গ্রামবাসী (খ) রাজাকার (গ) মিলিটারি (ঘ) মুক্তিযোদ্ধা সঠিক উত্তর : (গ) মিলিটারি ২৯. 'বুর্জোয়া বিলাস' শব্দের অর্থ কী? (ক) মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ (খ) গরিব শ্রেণির শখ (গ) নিচু জাতের শখ (ঘ) বজরায় ভ্রমণ সঠিক উত্তর : (ক) মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ ৩০. 'একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ'- কীসের? (ক) ইতিহাসের (খ) মানুষের (গ) প্রকৃতির (ঘ) সভ্যতার সঠিক উত্তর : (ঘ) সভ্যতার