৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়,হাইমচর, চাঁদপুর
শিল্পকলা
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো তৃতীয় অধ্যায় ৩২। চন্ডীমঙ্গল কাব্য কার লেখা? (ক) আলাওল (খ) মুকুন্দ দাস (গ) কালিদাস (ঘ) মুকুন্দরাম সঠিক উত্তর : (ঘ) মুকুন্দরাম ৩৩। ধর্মমঙ্গল কে লিখেছেন? (ক) ঘনরাম (খ) কালি প্রসন্ন ঘোষ (গ) আলাওল (ঘ) রজনীকান্ত সেন সঠিক উত্তর : (ক) ঘনরাম ৩৪। পন্ডিত হরপ্রদাস শাস্ত্রী কোন রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? (ক) ভুটান রাজ দরবার (খ) নেপাল রাজ দরবার (গ) মোঘল রাজ দরবার (ঘ) ভারত রাজ দরবার সঠিক উত্তর : (খ) নেপাল রাজ দরবার ৩৫। সৃষ্টিশীল কিছু কিছু কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলে- (র) ঐতিহ্য (রর) চারুকলা (ররর) শিল্পকলা নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩৬ এবং ৩৭নং প্রশ্নের উত্তর দাও : পলস্নবী পৌষ মেলায় গিয়ে পোড়ামাটির বিভিন্ন ধরনের দ্রব্যাদি দেখল। তার বন্ধু সুপর্ণা বলল, তাদের গ্রামের একটি মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী উৎকীর্ণ আছে। ৩৬। সুপর্ণার গ্রামের মন্দিরের সঙ্গে কোন মন্দিরের সাদৃশ্য রয়েছে? (ক) কান্তজিউর মন্দির (খ) ঢাকেশ্বরী মন্দির (গ) রমনা কালী মন্দির (ঘ) লোকনাথ মন্দির সঠিক উত্তর : (ক) কান্তজিউর মন্দির ৩৭। উক্ত মন্দির সম্পর্কে সঠিক তথ্য হলো- (র) দিনাজপুর জেলায় অবস্থিত (রর) রংপুর বিভাগে অবস্থিত (ররর) নওগাঁ জেলায় অবস্থিত। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৩৮। কোন সমাজে পুঁথি সাহিত্যের কদর ছিল? (ক) হিন্দু (খ) মুসলমান (গ) বৌদ্ধ (ঘ) খ্রিস্টান সঠিক উত্তর : (খ) মুসলমান