এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা
আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য ৬। কাব্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সুকান্তের সঙ্গে মিল রয়েছে কোন কবির? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. ফররুখ আহমদ ঘ. অমিয় চক্রবর্তী সঠিক উত্তর : খ. কাজী নজরুল ইসলাম ৭। আঠারো বছর বয়সের তরুণরা 'শপথের কোলাহলে' কী সঁপে দেয়? ক. আত্মা খ. প্রাণ গ. মাথা ঘ. স্পর্ধা সঠিক উত্তর : গ. মাথা ৮. বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন? ক. পশ্চাৎমুখী খ. অগ্রণী গ. ভীরু ঘ. সাহসী সঠিক উত্তর : খ. অগ্রণী ৯. সুকান্ত মূলত কী ধরনের কবি? ক. সাম্যের কবি খ. বিদ্রোহের কবি গ. বিপস্নবের কবি ঘ. শান্তির কবি সঠিক উত্তর : খ. বিদ্রোহের কবি ১০। আঠারো বছর বয়সে কীসের ঝুলিটা শূন্য থাকে? ক. ভিক্ষার খ. যাযাবরের গ. তরুণের ঘ. প্রাণ দেয়া-নেয়ার সঠিক উত্তর : গ. তরুণের ১১. আঠারো বছর বয়স কীসে বাঁচে? ক. শান্তি ও অশান্তিতে খ. দুর্যোগ আর ঝড়ে গ. হাসি আর কান্নায় ঘ. ভালো ও মন্দে সঠিক উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে ১২. আঠারো বছর বয়স দুঃসহ কেন? ক. এ বয়সে কঠিন দুঃসহ অবস্থার মুখোমুখি হতে হয় বলে খ. এ বয়সে পড়াশোনা করতে হয় বলে গ. এ বয়সে বাবা-মায়ের কথামতো চলতে হয় বলে ঘ. এ বয়সে আন্দোলন-সংগ্রাম করতে হয় বলে সঠিক উত্তর : ক. এ বয়সে কঠিন দুঃসহ অবস্থার মুখোমুখি হতে হয় বলে ১৩. আঠারো বছর কোনো বাধা মানে না খ. এ বয়স কাঁদতে জানে না গ. এ বয়স মাথা নত করতে জানে না ঘ. এ বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায় সঠিক উত্তর : ঘ. এ বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায় ১৪। আঠারো বছর বয়সে কী উঁকি দেয়? ক. প্রতিবাদ খ. দুঃসাহস গ. আবেগ ঘ. সুপুরুষতা সঠিক উত্তর : খ. দুঃসাহস ১৫. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- কবি কেন এ প্রার্থনা করেছেন? ক. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য খ. মাথা তুলে দাঁড়ানোর জন্য গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য ঘ. ত্যাগী মনোভাবের জন্য সঠিক উত্তর : গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য ১৬. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার কারণ কী? ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ খ. অর্থলোলুপ ব্যক্তিত্বের দৌরাত্ম্য গ. সামাজিক অবলুপ্তি ঘ. মানসিক বিপর্যয় সঠিক উত্তর : ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ১৭। আঠারো বছর বয়স পাথর বাঁধা কেমন করে ভাঙতে চায়? ক. বিদু্যতের বেগে খ. মেঘের বেগে গ. বাষ্পের বেগে ঘ. স্রোতের বেগে সঠিক উত্তর : গ. বাষ্পের বেগে ১৮. 'রক্তদানের পুণ্য' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ক. তারুণ্যের জীবনের ঝুঁকি খ. তারুণ্যের অগ্রগতি গ. তারুণ্যের বিক্ষুব্ধতা ঘ. তারুণ্যের উদ্দামতা সঠিক উত্তর : ক. তারুণ্যের জীবনের ঝুঁকি ১৯. আঠারো বছর বয়স কীসের প্রতীক? ক. কৈশোরের খ. যৌবনের গ. বিপস্নবের ঘ. উচ্ছলতার সঠিক উত্তর : খ. যৌবনের ২০. দেশ ও জাতির কল্যাণে তারুণ্যশক্তি এগিয়ে যায় কেন? ক. এটাই তারুণ্যের ধর্ম বলে খ. প্রধান নীতি তাই গ. তারুণ্য বন্ধনহীন বলে ঘ. তারুণ্য শক্তিশালী বলে সঠিক উত্তর : ক. এটাই তারুণ্যের ধর্ম বলে ২১। তরুণরা কার কাছে আত্মাকে সমর্পণ করে? ক. কবির কাছে খ. ঝড়ের কাছে গ. শপথের কোলাহলে ঘ. সত্যের কাছে সঠিক উত্তর : গ. শপথের কোলাহলে ২২. 'অসহ্য' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? ক. অস্‌জঝো খ. অশোজ্‌ঝো গ. অসোঝযো ঘ. অসেশাসঝো সঠিক উত্তর : খ. অশোজ্‌ঝো ২৩. আঠারো বছর বয়স কোন সময়কে নিরূপণ করেছে? ক. বিদ্রোহের সময়কে খ. নাগরিক হওয়ার সময়কে গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে ঘ. আত্মনির্ভরশীল হওয়ার সময়কে। সঠিক উত্তর : গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে ২৪. সুকান্তের কবিতায় অন্যায়, সামাজিক বৈষম্য এবং নির্যাতিত মানুষের জন্য মমত্ববোধ প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে? ক. সমাজের দুর্নীতির প্রেক্ষাপটে খ. নির্যাতিত মানুষের জীবনাচরণের প্রেক্ষাপটে গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে ঘ. মানবজীবনের জটিল জীবনযাত্রার প্রেক্ষাপটে সঠিক উত্তর : গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে