৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়,হাইমচর, চাঁদপুর য়
পোড়ামাটির শিল্প
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো তৃতীয় অধ্যায় ৩৯। আলাওলের কোন রচনাটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত? (ক) পদ্মাবতী (খ) মনসাকাব্য (গ) ইউসুফ-জুলেখা (ঘ) ধর্মমঙ্গল সঠিক উত্তর : (ক) পদ্মাবতী ৪০। মঙ্গলকাব্য কাহিনির বিষয়বস্তু হলো- (র) রোমান্টিক আখ্যান (রর) দেশীয় দেব-দেবীর কাহিনি (ররর) বাংলার সমাজচিত্র। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর : (খ) র ও রর ৪১। ভারতের কোন অঞ্চলের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সংগীতের সঙ্গে বাঙালি সংগীত সাধকদের পরিচয় ঘটে? (ক) পশ্চিম (খ) পূর্ব (গ) দক্ষিণ (ঘ) উত্তর সঠিক উত্তর : (ঘ) উত্তর ৪২। শিল্পকলায় ফুটে ওঠে- (র) জাতির চিন্তাশীলতা (রর) জাতির ভাবধারা (ররর) জাতির সৃজনশীলতা নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৪৩। পোড়ামাটির শিল্পের ক্ষেত্রে বলা যায়- (র) মাটির ফলক পুড়িয়ে বানানো (রর) অপর নাম শিরাবান্দ (ররর) কান্তজিউর মন্দিরে দেখা যায় নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৪৪। সাধারণত কোন গানের আসরটি শহরাঞ্চলে বসত? (ক) খেউড় (খ) গম্ভীরা (গ) ভাটিয়ালি (ঘ) মুর্শিদি সঠিক উত্তর : (ক) খেউড় ৪৫। কীর্তন গান কোন সমাজে হয়? (ক) বৌদ্ধ (খ) খ্রিষ্টান (গ) হিন্দু (ঘ) শিখ সঠিক উত্তর : (গ) হিন্দু