জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত? উত্তর : ১৮০১ সাল থেকে বর্তমান। প্রশ্ন : যুগ সন্ধিক্ষণের কবি কে? উত্তর : ঈশ্বরচন্দ্র দত্ত। প্রশ্ন : ব্রজবুলি ভাষার উদ্ভব কখন হয়? উত্তর : কবি বিদ্যাপতি যখন মৈথিনি ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। প্রশ্ন : ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? উত্তর : মৈথিনি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়। প্রশ্ন : ব্রজবুলি কোন স্থানের উপভাষা? উত্তর : মিথিলার উপভাষা। প্রশ্ন : বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? উত্তর : কৃত্তিবাস। প্রশ্ন : রামায়ণের আদি রচয়িতা কে? উত্তর : কবি বাল্মীকি। প্রশ্ন : বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? উত্তর : কাশীরাম দাস। প্রশ্ন : মহাভারতের আদি রচয়িতা কে? উত্তর : বেদব্যাস। প্রশ্ন : গীতি কাব্যের রচয়িতা কে? উত্তর : গোবিন্দ চন্দ্র দাস। প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? উত্তর : ফকির গরিবুলস্নাহ। প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী। প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? উত্তর : কাব্য। প্রশ্ন : বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? উত্তর : আধুনিক যুগে।