জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিÑ

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ৪৪। পাল রাজাদের পতনের পর বাংলার সিংহাসন দখল করে কারা? (ক) ব্রাহ্মণ সেন রাজারা (খ) তুকির্রা (গ) আফগানরা (ঘ) কুদির্রা সঠিক উত্তর : (ক) ব্রাহ্মণ সেন রাজারা ৪৫। খ্রিস্টপূবর্ চতুথর্ শতকে গুপ্ত রাজারা দখল করে Ñ (র) সমগ্র উত্তর বাংলা (রর) দক্ষিণ পূবর্-বাংলার কিয়দংশ (ররর) সমগ্র পূবর্ বাংলা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪৬। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় Ñ (ক) ব্রিটিশ সেনাপতি (খ) তুকির্ সেনাপতি (গ) মোঘল সেনাপতি (ঘ) আফগান সেনাপতি সঠিক উত্তর : (খ) তুকির্ সেনাপতি ৪৭। ইকলিম কোন ভাষার শব্দ? (ক) তুকির্ (খ) উদুর্ (গ) ল্যাটিন (ঘ) ফরাসি সঠিক উত্তর : (ক) তুকি ৪৮। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল? (ক) ৭৫ বছর (খ) ১০০ বছর (গ) ১৫০ বছর (ঘ) ২০০ বছর সঠিক উত্তর : (ঘ) ২০০ বছর ৪৯। বাংলার সাধারণ মানুষ চরম অথৈর্নতিক শোষণ ও নিযার্তনের শিকার হয়েছে Ñ (র) পাল আমলে (রর) সেন আমলে (ররর) সুলতানি আমলে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর