বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি রসায়ন

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
১০। নিম্নের কোনটি অসম্পৃক্ত এসিড নয়? ক. অ্যাক্রেলিক এসিড খ. অলিয়িক এসিড গ. মিনোলিক এসিড ঘ. স্টিয়ারিক এসিড সঠিক উত্তর : ঘ. স্টিয়ারিক এসিড ১১। লাইট পেট্রোলিয়াম কোন কাজে ব্যবহৃত হয়? ক. মোটরযানের জ্বালানি খ. উড়োজাহাজের জ্বালানি গ. গ্যাস টারবাইনের জ্বালানি ঘ. দ্রাবক সঠিক উত্তর : ঘ. দ্রাবক ১২। পাকা কমলায় কোন এস্টারটি থাকে? ক. আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট খ. অকটাইল অ্যাসিটেট গ. অ্যামাইল অ্যাসিটেট ঘ. ইথাইল বিউটারেট সঠিক উত্তর : খ. অকটাইল অ্যাসিটেট ১৩। টিংচার আয়োডিনের মিশ্রণে কোনটি ভুল? ক. আউন্স আয়োডিন খ. আউন্স পটাশিয়াম আয়োডাইড গ. আউন্স রেকটিফায়েড স্পিরিট ঘ. আউন্স পানি সঠিক উত্তর : গ. আউন্স রেকটিফায়েড স্পিরিট ১৪। নিম্নের কোনটি সঠিক নয়? ক. উউঞ কঠিন পদাথর্ খ. উউঞ-এর স্ফুটনাঙ্ক ১১০ক্ক ঈ গ. উউঞ জীবাণুনাশক ঘ. উউঞ কীটনাশক সঠিক উত্তর : খ. উউঞ-এর স্ফুটনাঙ্ক ১১০ক্ক ঈ ১৫। অ্যাড্রেনালিনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? ক. ২ অ্যামিন খ. ৩ অ্যামিন গ. ১ অ্যামিন ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : ক. ২ অ্যামিন ১৬। অ্যানিলিনের ঢ়শধ = ক. ৯.৪ খ. ৬.৪ গ. ৩.৭ ঘ. ৮.৭ সঠিক উত্তর : ক. ৯.৪ ১৭। অ্যাসিটোফেনন কোন কাজে ব্যবহৃত হয়? ক. সুগন্ধি বস্তু প্রস্তুতি খ. ঘুমের ওষুধ গ. স্টাইরিন প্রস্তুতি ঘ. সব সঠিক উত্তর : ঘ. সব ১৮। ব্রিস্টন ডাই-ফ্লোরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন? ক. ১৬৯ক্ক ঈ খ. ১৯৬ক্ক ঈ গ. ২৯৬ক্ক ঈ ঘ. ২৬৯ক্ক ঈ সঠিক উত্তর : খ. ১৯৬ক্ক ঈ ১৯। কোনটি সাদা বণের্র দানাদার চাক্রিক যৌগ? ক. হেক্সামিন খ. ইউরোট্রপিন গ. হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : ক. হেক্সামিন