৭ম শ্রেণির পড়ালেখা বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ধ্বনি ও বণর্ ৩১. ব্যঞ্জনবণর্ কতটি? ক. ৩৭টি খ. ৩৯টি গ. ৩৮টি ঘ. ৪০টি সঠিক উত্তর: খ. ৩৯টি ৩২. কোনটি ঘোষধ্বনি? ক. ক খ. ত গ. দ ঘ. থ সঠিক উত্তর: গ. দ ৩৩. কোনটি উষ্ম ধ্বনি? ক. অ খ. ক গ. আ ঘ. ষ সঠিক উত্তর: ঘ. ষ ৩৪. স্পশর্ ধ্বনি মোট কতটি? ক. ৫০টি খ. ২৫টি গ. ১১টি ঘ. ৫টি সঠিক উত্তর: খ. ২৫টি ৩৫. নিচের কোন দুটি ধ্বনি অন্তঃস্থ ধ্বনি? ক. শ ও হ খ. ষ ও স গ. য ও ব ঘ. ন ও ম সঠিক উত্তর: গ. য ও ব ৩৬. ‘ন’-এর উচ্চারণ স্থান কোনটি? ক. জিহŸা মূল খ. দন্ত গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ সঠিক উত্তর: খ. দন্ত ৩৭. কোন ধ্বনিগুলোকে শ্রæতিযোগ্য করে উচ্চারণ করতে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়? ক. উষ্ম ধ্বনি খ. ঘোষধ্বনি গ. ব্যঞ্জনধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি সঠিক উত্তর: গ. ব্যঞ্জনধ্বনি