পাবিপ্রবিতে আলোচনা সভা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৮ আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, দুনীির্ত দমন কমিশনের সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, উপ-উপাচাযর্ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. খায়রুল আলম। অতিথিরা বঙ্গবন্ধু হলে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদশর্নীর উদ্বোধন করেন প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।