জাবিতে সেলিম আল দীনের জন্মজয়ন্তী

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রফেসর নাট্যাচাযর্ ড. সেলিম আল দীনের ৬৯তম জন্মজয়ন্তী ১৮ আগস্ট উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রো-ভিসি প্রফেসর ড. মো. নূরুল আলম, ট্রেজারার প্রফেসর শেখ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর ড. মোজাম্মেল হক, নাট্যব্যক্তিত্ব ও সেলিম আল দীনের নাট্যসঙ্গী নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিভাগীয় শিক্ষক, শিক্ষাথীর্ এবং শিল্পজন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগে নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সেলিম আল দীনের সমাধিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রো-ভিসি, ট্রেজারার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিভাগীয় শিক্ষক, শিক্ষাথীর্ এবং সেলিম আল দীনের গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-ভিসি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক সেমিনার এবং সেলিম আল দীন রচিত নাটক মঞ্চায়ন করা হয়।