এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
তারুণ্য স্বপ্ন দেখে-
আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ২৫। আঠারো বছর বয়স কী জানে না? ক. হাসা খ. কাঁদা গ. খেলা ঘ. যুদ্ধ সঠিক উত্তর : খ. কাঁদা ২৬. 'আঠারো বছর বয়স' কবিতার মূল উপজীব্য- ক. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার আহ্বান জানানো খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা গ. অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো ঘ. নতুন জীবন রচনার স্বপ্ন সঠিক উত্তর : খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা ২৭। আঠারো বছর বয়সে প্রাণ কেমন? ক. তীব্র আর প্রখর খ. ভীত আর নম্র গ. তীব্র আর কোমল ঘ. ভীত আর তীব্র সঠিক উত্তর : গ. তীব্র আর কোমল ২৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্য সমাজের জন্য ক্ষতিস্বরূপ? ক. বিদ্রোত্মক মনোভাব খ. সহজ-সরল জীবনবোধ গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব ঘ. জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলা সঠিক উত্তর : গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব ২৯. 'সপা' শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ক. সপা খ. সমর্পণ গ. সমারপণ ঘ. সঁপা সঠিক উত্তর : খ. সমর্পণ ৩০. সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে উচ্চারণ করে গেছেন- র. অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে বিদ্রোহ রর. সংগ্রামের আহ্বান ররর. বিপস্নব ও মুক্তির পক্ষে সংগ্রামে একাত্মতার ঘোষণা নিচের কোনটি সঠিক ক. র খ. রর গ. ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩১। সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী? ক. ঘুম নেই খ. পূর্বাভাস গ. হরতাল ঘ. ছাড়পত্র সঠিক উত্তর : ঘ. ছাড়পত্র ৩২। সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে? ক. পরাধীনতার জয়গান খ. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ গ. না পাওয়ার আকুতি ঘ. প্রেম সঠিক উত্তর : খ. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ৩৩। 'পদাঘাত চায় ভাঙতে পাথর বাধা' বাক্যটিতে ফুটে উঠেছে কোনটি? ক. কিশোরের বল খ. তারুণ্য-শক্তি গ. যৌবন-শক্তি ঘ. বার্ধ্যকের দুর্বলতা সঠিক উত্তর : গ. যৌবন-শক্তি ৩৪। বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন? ক. পশ্চাৎমুখী খ. অগ্রণী গ. ভীরু ঘ. সাহসী সঠিক উত্তর : খ. অগ্রণী ৩৫। আঠারো বছর বয়সে কানে কী আসে? ক. মন্ত্রণা খ. গুজব গ. সত্যেরবাণী ঘ. ভক্তির বাণী সঠিক উত্তর : ক. মন্ত্রণা ৩৬। আঠারো বছর বয়সে কী আসে? ক. হাসি খ. কান্না গ. আঘাত ঘ. শান্তি সঠিক উত্তর : গ. আঘাত ৩৭। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়? ক. ভয় খ. সাহস গ. কোলাহল ঘ. আন্দোলন সঠিক উত্তর : খ. সাহস ৩৮। তারুণ্য স্বপ্ন দেখে কীসের? ক. নতুন পৃথিবীর খ. নতুন জীবনের গ. আত্মার প্রশান্তি ঘ. শান্তির সঠিক উত্তর : খ. নতুন জীবনের