জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি? উত্তর : বিহারীলাল চক্রবর্তী। প্রশ্ন : বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কী? উত্তর : শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন : শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন? উত্তর : বড়ু চন্ডীদাস। প্রশ্ন : শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? উত্তর : চৈতন্যপূর্ব যুগ। প্রশ্ন : বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? উত্তর : বসন্তরঞ্জন রায়, ১৯০৯। প্রশ্ন : উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? উত্তর : আলালের ঘরের দুলাল। প্রশ্ন : 'আলালের ঘরের দুলাল' এর রচয়িতা কে? উত্তর : প্যারীচাঁদ মিত্র। প্রশ্ন : বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে? উত্তর : প্রমথ চৌধুরী। প্রশ্ন : ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুণটি প্রধান? উত্তর : নাটকীয়তা। প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি? উত্তর : কুলীনকুল সর্বস্ব। প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে? উত্তর : ভদ্রার্জুন-তারাচরণ সিকদার। প্রশ্ন : বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন : বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? উত্তর : কৃষ্ণকুমারী। প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? উত্তর : 'কথোপকথন'। প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? উত্তর : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।