জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পুঁথি সাহিত্য
প্রশ্ন : রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি? উত্তর : শাহ মুহাম্মদ সগীর। প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ? উত্তর : ইউসুফ-জুলেখা। প্রশ্ন : মঙ্গলকাব্যের ধারার অন্যতম কবি? উত্তর : মুকুন্দরাম প্রশ্ন : বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন : 'কথোপকথন' এর রচয়িতা কে? উত্তর : উইলিয়াম কেরি। প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর : নীল দর্পণ। প্রশ্ন : কোরআন শরিফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন? উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন। প্রশ্ন : বাংলা সনেটের জনক কে? উত্তর : মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন : সনেটের জনক কে? উত্তর : ইটালির পেত্রাক। প্রশ্ন : 'গাজঅকালু ও চম্পাবতী' কোন ধরনের সাহিত্য? উত্তর : পুঁথি সাহিত্য। প্রশ্ন : বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? উত্তর : আশরাফ সিদ্দিকী।