এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
সংগীত সাধনা
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ১৬. জ্ঞানের দীনতা বলতে কবি কী বুঝিয়েছেন? ক. পাঠহীনতা খ. বুদ্ধিহীনতা গ. জ্ঞানের স্বল্পতা ঘ. সম্পদহীনতা সঠিক উত্তর : গ. জ্ঞানের স্বল্পতা ১৭. নিমন্ত্রণ বলতে বোঝায়? ক. দাওয়াত খ. আবেদন গ. অনুরোধ ঘ. আহ্বান সঠিক উত্তর : ক. দাওয়াত ১৮. গীতাঞ্জলি কাব্যের রচিয়তা কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. মাইকেল মধুসূদন ঘ. কাজী মোতাহের হোসেন সঠিক উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯. প্রসাদ নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত? ক. কবিতা খ. মঙ্গলচিন্তা গ. পূজা ঘ. অতিথি সেবা সঠিক উত্তর : গ. পূজা ২০. মাটি শব্দের প্রতিশব্দ কোনটি? ক. মৃৎ খ. মিহির গ. বালু ঘ. পসরা সঠিক উত্তর: ক. মৃৎ ২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা রচনা শুরু করেন? ক. সাত বছর খ. আট বছর গ. নয় বছর ঘ. বার বছর সঠিক উত্তর : খ. আট বছর ২২. কোথায় প্রবেশ করার শক্তি কবির ছিল না? ক. মহলে খ. রাজ্যে গ. নিদমহলে ঘ. পাড়ার ভেতরে সঠিক উত্তর : ঘ. পাড়ার ভেতরে ২৩. 'স্বরসাধনা' শব্দের অর্থ কী? ক. কণ্ঠস্বরকে মুক্ত করা খ. সংগীত সাধনা গ. সাহিত্য সাধনা ঘ. কণ্ঠের মাধ্যমে ধ্যান করা সঠিক উত্তর : খ. সংগীত সাধনা ২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃতু্য কত সালে? ক. ১৯৩৮ খ. ১৯৪১ গ. ১৯৪২ ঘ. ১৯৪৩ সঠিক উত্তর : খ. ১৯৪১ ২৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত? ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ সঠিক উত্তর : গ. অক্ষরবৃত্ত ২৬. সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হলো- র. উপন্যাস রর. চলচ্চিত্র ররর. ভ্রমণ করা নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২৭. জন্মদিনে কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত? ক. ১৩৪৭ সালে খ. ১৩৪৮ সালে গ. ১৩৪২ সালে ঘ. ১৩২২ সালে সঠিক উত্তর : খ. ১৩৪৮ সালে ২৮. সাহিত্যের ঐকতান বলতে কবি বুঝিয়েছেন- র. রচনা সভা রর. বিভিন্ন রচনার মিলিত রূপ ররর. সাহিত্য সুর নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ২৯. 'ঐকতান' কবিতাটি কবির যে কাব্যগ্রন্থের অন্তর্গত- র. জন্মদিনে রর. কড়ি ও কোমল ররর. পুনশ্চ নিচের কোনটি সঠিক ক. র খ. রর গ. ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র